Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় রাউজানের মাওলানা আবু মুছা নিহত

রাউজান উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৮, ১:০৮ পিএম

সড়ক দুর্ঘটনায় রাউজান বাগোয়ান ইউনিয়নের দেওয়ানপুর পাঠানপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবু মুছা মো. আনিছুর রহমান প্রকাশ আনিছ (৩৮) নিহত হয়েছে। মঙ্গলবার ৮টার দিকে চট্টগ্রাম নগরীর রুবি গেইট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি রাউজানের কদলপুর ইউনিয়নের খলিফাপাড়ার মো. নুরুল ইসলামের ছেলে। মাওলানা আনিছ পাঠানপাড়া জামে মসজিদের খতিবের দায়িত্বে থাকার পাশাপাশি নগরীর রেয়াজউদ্দিন বাজারস্থ ফলমন্ডি ব্যবসায়ী সমিতির অফিস সচিবের চাকুরী করতেন।
নিহতের ছোট ভাই রাউজান কদলপুর হামিদিয়া মাদরাসার প্রভাষক মনজুরুল ইসলাম মঙ্গলবার রাত ৮টার দিকে খবর পাই নগরীর অক্সিজেন রোডের ২নং গেইট রুবি গেইটের দক্ষিণে আমার বড় ভাই আনিছের মৃতদেহ রাস্তায় একপাশে পড়ে আছে। তার ব্যবহৃত মোটরসাইকেলটি পড়ে আছে অন্যদিকে। এ খবর পেয়ে রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই আনিছের মাথার হেলম্যাট ভেঙ্গে মাথার মগজ বের হয়ে গেছে।
ইসলামিক ফ্রন্টের নেতা মাস্টার মোহাম্মদ নুরু নবী জানিয়েছেন মঙ্গলবার আবু মুছা মোটর বাইক নিয়ে ব্যবসায়ী কাজে শহরে গিয়েছিলেন। রাত আটটার দিকে বাড়ী ফেরার পথে নগরীর রুবি গেইট এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চাঁন্দগাও থানার পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ রাত সাড়ে দশটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আনিছ ৪ ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। আনিছ এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। চাকুরীর সুবাদে আনিছ পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে থাকতেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে আনিছের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী, আত্মীয় ও পরিচিতজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। জানা যায়, নিহত আনিছ রাউজান দক্ষিণ ইসলামিক ফ্রন্টের দপ্তর সম্পাদক ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ