Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জালিয়াত চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৮

পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রতারণা

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা: পুলিশের সিপাহী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে চাকুরী দেয়ার নাম করে পরিক্ষার্থীদের কাছ থেকে উৎকোচ নেয়ার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে একটি জালিয়াত চক্রের মুল হোতাসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো এই চক্রের মুল হোতা রংপুরের পীরগঞ্জ উপজেলার সাহাপুর গ্রামের সালাম মন্ডলের ছেলে সেতু মন্ডল, তার সহযোগী শেরপুর জেলার নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের মোঃ আবু সুফিয়ানের ছেলে মোকারম হোসেন, পুলিশ নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া দুই পরীক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা গ্রামের পবন শিংহের ছেলে ফুলচাঁন সিংহ, একই উপজেলার ভুটিটোলা গ্রামের গাজরুল ইসলামের ছেলে আমিন আলী, চক্রের সদস্য শিবগঞ্জ উপজেলার চৌকা গ্রামের মৃত আবু বাক্কারের দুই ছেলে মনিরুল ইসলাম ও আবদুস সালাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়ার মোফাজ্জল হোসেনের স্ত্রী তাজেরুল বেগম ও শিবগঞ্জের পুকুরিয়া গ্রামের মৃত তসির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন। গতকাল সোমবার দুপুর আড়াইটায় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, গত ২৭ ফেব্রæয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলায় পুলিশের সিপাহি নিয়োগের লিখিত পরীক্ষার প্রক্সি দেয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এরপরে আর কোন পরীক্ষার্থীর হয়ে বাইরের কেউ লিখিত পরীক্ষায় অংশ নিয়েছে কি না বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তৎপরতা শুরু করে পুলিশ। লিখিত পরীক্ষার ফলাফলে অস্বাভাবিক নম্বর পাওয়ায় দুই পরীক্ষার্থী ফুলচাঁন সিংহ ও মনিরুল ইসলামকে সন্দেহ হয় পুলিশের। পরবর্তীতে পুলিশ লাইনে ডেকে তাদের হাতের লেখা মিলানো হলে পরীক্ষার খাতার লেখার সঙ্গে গরমিল ধরা পড়ে। একপর্যায়ে তারা পুলিশের কাছে স্বীকার করে চাকুরির জন্য একটি চক্রকে মোটা অংকের টাকা দিয়েছেন তারা। পরীক্ষার্থীর ছবি পরিবর্তন ও পুলিশ সুপারের স্বাক্ষর জাল করে ওই চক্রের সদস্যরাই তাদের পক্ষে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি টিম সোমবার ভোর ৪টার দিকে বগুড়া শহরের মাটিডালি এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের মুল হোতা সেতু মন্ডল ও তার সহযোগী মোকারম হোসেনকে গ্রেপ্তার করে। এছাড়া এর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এই চক্রের অপর চার সহযোগী মনিরুল ইসলাম, আবদুস সালাম, তাজেরুন বেগম ও আনোয়ার হোসেনকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ