Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে প্রতিমন্ত্রীর ভাইয়ের ছিনতাইকৃত পাসপোর্ট উদ্ধার

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ছিনতাইয়ের ১৮ ঘণ্টা পর উদ্ধার হয়েছে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ছোট ভাই আসিফুজ্জামান চৌধুরীর একটিসহ তিনটি পাসপোর্ট। বাকি দু’টি পাসপোর্ট আসিফুজ্জামানের স্ত্রী ও মেয়ের। শনিবার রাত সাড়ে ১২টায় নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুলে ছিনতাইকারীদের আস্তানা থেকে পাসপোর্টগুলো উদ্ধার করা হয়। তবে কোন ছিনতাইকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। শনিবার ভোরে নগরীর কোতোয়ালী থানা পাথরঘাটার সতীশ বাবু লেইনে আসিফুজ্জামানের কর্মচারীকে ছুরিকাঘাত করে টাকা, মোবাইল ও তিনটি পাসপোর্ট ছিনতাই করা হয়। প্রতিমন্ত্রীর ছোট ভাই আসিফুজ্জামান চৌধুরী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) ইমদাদ হোসেন চৌধুরী জানান, ওই ঘটনায় জড়িত ছিনতাইদের ধরতে রাহাত্তারপুলে তাদের একটি আস্তানায় অভিযান চালানো হয়। টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় পাসপোর্টগুলো ফেলে যায়। ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ