Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষা ও স্বাস্থ্য খাতে চসিক বছরে ৫৬ কোটি টাকা ভর্তুকি দিয়ে নাগরিক সেবা নিশ্চিত করছে -মেয়র নাছির

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সিটি কর্পোরেশন বছরে ৫৬ কোটি টাকা ভতুর্কি দিয়ে নাগরিক সেবা নিশ্চিত করছে। গতকাল (রোববার) নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে সিটি কর্পোরেশন পরিচালিত অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০১৭-২০১৮ সনের বৃত্তি প্রদান ও মেধা, সাহিত্য ও সংস্কৃতি এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র একথা বলেন। মেয়র নাছির বলেন, শিক্ষা মানুষের সংবিধানিক অধিকার। এ অধিকারের অংশ হিসেবে নগরীতে ৬০ শতাংশ শিক্ষার্থী স্বল্প বেতনে সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুযোগ পাচ্ছে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবছর গড়ে সাড়ে ৬ হাজার গরীব শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়ন করছে।
প্রসঙ্গক্রমে মেয়র আ জ ম নাছির বলেন, তিনি দায়িত্ব গ্রহণ করার প্রথম বছরে সরকারি-বেসরকারি খাত মিলে ১১২ কোটি টাকা পৌরকর এবং ২০১৬-২০১৭ অর্থ বছরে সরকারি-বেসরকারি সকল খাত মিলে মাত্র ১০৩ কোটি টাকা পৌরকর আদায় করতে সক্ষম হয়েছেন। তন্মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় ৩৫ কোটি টাকা, অন্যান্য সরকারি সংস্থার নিকট থেকে ৩০ কোটি টাকা পৌরকর আদায় হয়েছে। সাধারণ নাগরিকদের কাছ থেকে ২০১৫-২০১৬ অর্থ বছরে ৪৭ কোটি টাকা এবং ২০১৬-২০১৭ অর্থ বছরে ৩৮ কোটি টাকা পৌরকর আদায় হয়েছে। তার বিপরীতে স্বাস্থ্য ও শিক্ষা খাতে সেবা সহ সরকার, দাতাসংস্থা ও অন্যান্য সংস্থার সহযোগিতায় উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করা হচ্ছে। মেয়র নাছির বলেন, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নির্মাণাধীন ৯তলা ভবনটির নতুন দু’টি তলা চলতি অর্থ বছরে নির্মাণ করা হবে এবং কৃষ্ণ কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য নতুন একটি ভবন নির্মাণ করা হবে। ২২নং এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর মোঃ সলিমউল্লাহ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্পোরেশনের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউক, ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন। অনুষ্ঠানে বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মমতা বেগম। পরে মেয়র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ