Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ের প্রতিক্ষায় অজিরা

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা সফরে চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের অপেক্ষা করছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য অজিদের দরকার ১ উইকেট, দক্ষিণ আফ্রিকার ১২৪ রান।
গতকাল ডারবানে দ্বিতীয় ইনিংসে অজিরা ২২৭ রানে অল আউট হলে প্রটিয়াদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১৭ রান। জয়ের জন্য ঘরের মাঠে রান তাড়ার রেকর্ড করতে হবে দক্ষিণ আফ্রিকাকে। ওপেনার এইডেন মার্করামের ১৪৩ ও কুইন্টন ডি ককের অপরাজিত ৮১ রানের পরও ৯ উইকেটে ২৯৩ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে ডু প্লেসিস বাহিনী। দলের প্রধান ব্যাটিং ভরসা এলগার, আমলা, ডি ভিলিয়ার্স ও ডু প্লেসিস দুই অঙ্কই স্পর্শ করতে পারেননি। লাঞ্চের আগেই ফেরেন চার মহারথি। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া মিচেল স্টার্ক এবার নেন ৫ উইকেট। এক ওভারেই ৩ উইকেট নেন এই বাঁ-হাতি পেসার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ