রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা : লোহাগড়ায় প্রকাশ্য দিবালোকে ইউপি চেয়ারম্যান খুন, ইউএনওকে হত্যার হুমকিতে থানায় জিডি, আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার এবং চুরিসহ আইনশৃঙ্খলার অবনতিতে আতঙ্কে আছেন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা। গত শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় লোহাগড়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম লোহাগড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভার সদস্যদের অবহিত করেন।
জানা গেছে, ভুয়া প্রকল্পের বরাদ্দে বিলে স্বাক্ষর না করায় ইউএনও মনিরা পারভীনকে হত্যার হুমকি দিয়েছেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু। এ অভিযোগে গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) থানায় সাধারণ ডায়েরি করেছেন ইউএনও। গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে লোহাগড়ার দিঘলিয়া ইউপি চেয়ারম্যান শেখ লতিফুর রহমান পলাশকে উপজেলা পরিষদের মধ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি অ্যাডভোকেট আব্দুস ছালাম খান, নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, লাহিুড়িয়া ইউপি চেয়ারম্যান দাউদ হোসেন, সাংবাদিক রেজাউল করিম ও কাজী আশরাফ প্রমুখ। সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগমসহ সকল ইউপি চেয়ারম্যান-মেম্বর, উপজেলা পরিষদের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।