বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর জেলা সংবাদদাতা : মাত্র ৭০ কিলোমিটার পথ পাড়ি দিতে দুই ঘন্টার বদলে এখন সময় লাগলে চার ঘন্টারও বেশী। ফলে হাজার হাজার যাত্রীর এখন ত্রাহি ত্রাহি অবস্থা। দীর্ঘ সময়েও সংস্কার হয়নি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের কাজ। রাস্তার অবস্থা এমনই বেহাল যে একদিকে গন্তব্যে পৌঁছতে সময় লাগছে দ্বিগুণ, অন্যদিকে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, প্রানহানি।
দুই জেলার এ আঞ্চলিক সড়কের চাঁদপুর অংশে ৫৫ কিলোমিটার এবং কুমিল্লার অংশে রয়েছে ২৫ কিলোমিটার। এ সড়ক দিয়ে চাঁদপুর, লক্ষীপুর, রামগঞ্জসহ দক্ষিণাঞ্চলের হাজারো মানুষ প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে।
সওজ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত জানান, চাঁদপুর অংশের ৫৫ কিলোমিটারে সংস্কার কাজ শুরু হয়েছে। তিনি আশা করছেন জুনের মধ্যে কাজ শেষ হবে যাবে। মানুষের দুর্ভোগ কমবে। কিন্তু বাস্তবে সে ধরনের অগ্রগতি যাত্রী কিংবা চালকরা অনুধাবন করতে পারছে না। তাদের সামনে দুর্ভোগ যেন মৃত্যুর হাতছানি দিয়ে ডাকছে।
যানবাহন চালকরা জানান, কুমিল্লার জাঙ্গালিয়া থেকে চাঁদপুর পর্যন্ত রাস্তায় শতশত ছোট-বড় গর্ত রয়েছে। বিশেষ করে কুমিল্লা পদুয়ার বাজার, পদুয়ার বাজার হাজারী ফিলিং স্টেশন এলাকা, লালমাই,মগবাড়ি, বিজরা, মুদাফ্ফরগঞ্জ বাজার, জগতপুর, উয়ারুক, হাজীগঞ্জের কিছু অংশ, বাকিলা, মহামায়া, ওয়ারলেস বাজারসহ বেশ কয়েকটি জায়গায় সবচেয়ে বেহাল অবস্থা বিরাজ করছে। চাঁদপুরগামী বাসচালক কামাল হোসেন বলেন, এ রাস্তাটি গত কয়েক বছর ধরেই এমন বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংস্কারে স্থায়ী কোনও উদ্যোগ নেয়া হয়নি। বড় বড় গর্তগুলোতে আটকে গাড়ি বিকল হয়ে যায়। বাসযাত্রী কলেজ শিক্ষক জামাল উদ্দিন বলেন, রাস্তার অবস্থা নাজুক হওয়ায় নির্দিষ্ট সময়ে কলেজে পৌঁছানো যায় না।
চাঁদপুর-কুমিল্লা সড়কের বোগদাদ বাস সার্ভিস মালিক গ্রুপের সভাপতি মো. আবদুল হক বলেন, দীর্ঘদিন রাস্তাটি সংস্কার করা হয়নি। এখানে যানবাহন প্রতিনিয়ত বিকল হয়ে যাচ্ছে। এ রাস্তায় ‘প্রাইভেট রেন্ট-এ কার’ নষ্ট হওয়ার ভয়ে যাতায়াত করতে চায় না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।