নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শেষ দিকে ইতালি ও স্পেনের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এজন্য ২২ সদস্যের দল ঘোষণা করেছেন দলের কোচ হোর্হে সাম্পাওলি। প্রায় সাত মাস পর দলে ফিরেছেন গঞ্জালো হিগুয়েইন। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন জুভেন্টাসের আরেক তারকা পাওলো দিবালা, পিএসজির হাভিয়ের পাস্তোরে ও ইন্টার মিলানের মাউরো ইকার্দি।
আর্জেন্টিনার জার্সিতে হিগুয়েইন শেষ মাঠে নামেন গত বছরের জুনে, ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে। এরপর নভেম্বরে রাশিয়া ও নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে দল থেকে বাদ পড়েন তিনি। এরপর প্রশ্ন ওঠে সাম্পাওলির দলে ফেরা নিয়ে। জাতীয় দলের ফাইনাল মানেই যে হিগুয়েইনের ব্যর্থতা। গেল বিশ্বকাপ ও কোপা আমেরিকার ফাইনালের কথা নিশ্চয় অনেকদিন মনে থাকবে আর্জেন্টাইন ভক্তদের। বিশেষ করে বিশ্বকাপেরটা। এরপরও বিশ্বকাপের মত আসরে তার মত একজন স্ট্রাইকারকে দলের বাইরে রাখতে চান না সাম্পাওলি। তাছাড়া জুভেন্টাসের হয়েও দুর্দান্ত সময় কাটাচ্ছেন হিগুয়েইন। তাকে দলে নেয়ার কারণ সম্পর্কে সাম্পাওলি বলেন, ‘যত দিন যাচ্ছে, হিগুয়েইনকে আমি তত পরিণত হতে দেখছি। ওর খেলা দেখে মনে হয়েছে দলে রাখাই যায়।’ চলতি মৌসুমে জুভেন্টাসের হয়ে ২০ গোল করা হিগুয়েইনের আরও ভালো লাগতে পারে সাম্পাওলির পরের কথাটা শুনে, ‘আমাদের এমন ফুটবলার প্রয়োজন, যারা আর্জেন্টিনাকে ভালো একটি বিশ্বকাপের নিশ্চয়তা দিতে পারবে।’
সাম্পাওলি দলের দায়ীত্ব নেয়ার পর হিগুয়েইনের মত কার্লোস তেভেজের জন্যেও জাতীয় দলের দরজা বন্ধ দেখছিলেন অনেকেই। কিন্তু সাম্পাওলি তাদের আস্বস্থ করে বলেন, ‘তার (তেভেজ) নিজস্বতা যা আমি ভালো করে জানি এবং তার বর্তমান ফর্ম ও অতীতের কারণে তাকে মূল্যায়ন করা হতে পারে। যদিও আমরা বিশ্বকাপ প্রক্রিয়ার খুবই নিকটে আছি।’
বরাবরের মত লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরো আছেন দলের আক্রমণভাগে। এছাড়া এএস রোমার ডিয়াগো পেরোত্তিকে দলে ডেকেছেন সাম্পাওলি। রক্ষণভাগের দায়ীত্বে থাকবেন বরাবরের মত মার্কোস রোহো, নিকোলাস ওটোমেন্ডি, রামিরো ফুনেস মোরি ও গ্যাব্রিয়েল মার্কাদোদের কাঁধে। মাঝমাঠে আছেন অ্যাঞ্জেল ডি মারিয়া, লুকাস বিলিয়া, হাভিয়ের মাচেরানো ও এভার বনেগারা।
এই দলের মধ্যেই কি বিশ্বকাপের অধিকাংশ সদস্য আছেন? এমন প্রশ্নে আর্জেন্টাইন কোচ বলেন, ‘৮০ শতাংশ নিশ্চিত। তবে বাকি ২০ শতাংশ ঠিক করাটা বেশ কঠিন।’ প্রীতি ম্যাচের মাধ্যমেই হয়ত বাকিটা ঠিক করে নেবেন তিনি। আগামী ২৩ ও ২৭ মার্চ অনুষ্ঠিত হবে ইতালি ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।