Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিম রিপ্লেসমেন্টে অর্থ আদায় বন্ধ ও ইন্টারনেটের মূল্য সমন্বয়ের দাবি গ্রাহক অ্যাসোসিয়েশনের

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ৯:৫২ পিএম, ৩ মার্চ, ২০১৮

স্টাফ রিপোর্টার : ফোরজি সিম রিপ্লেসমেন্টে অনৈতিক অর্থ আদায় বন্ধ ও ইন্টারনেটের মূল্য সমন্বয়ের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। গতকাল (শনিবার) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। সংগঠনটির সভাপতি মহিউদ্দীন আহমেদ বলেন, গত ২০ ফেব্রæয়ারি চতুর্থ প্রজন্মের দ্রæতগতির ইন্টারনেট সেবা চালু করার জন্য ৪টি মুঠোফোন অপারেটরকে ফোরজি লাইসেন্স প্রদান করা হলেও থ্রিজি নেটওয়ার্ক ও ইন্টারনেটের ধীরগতির ফলে গ্রাহকরা ফোরজি’তে আগ্রহ হারিয়ে ফেলেছে। তারপরও চতুর্থ প্রজন্মের সেবা পেতে পূর্বের টুজি ও থ্রিজি সিমগুলিকে পূর্বের নাম্বার বহাল রেখে রিপ্লেসমেন্ট করতে অপারেটররা ১১০ টাকা কোন কোন ক্ষেত্রে ১২০ টাকাও আদায় করছে। বর্তমান বিশে^ ইন্টারনেট ব্যবহারকারী পিছিয়ে পড়া দেশের মধ্যে বাংলাদেশ ১২২তম। ইন্টারেনেট ডেটার দামও এশিয়ার মধ্যে সর্বোচ্চ এত প্রতিবন্ধকতার পরেও আমরা এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি। তিনি বলেন, রাজস্ব বিভাগ ১০০ টাকা ভ্যাট ধার্য করেছে। পূর্বে যখন এমএনপি (নাম্বার অব পোর্টাবিলিটি) বা নাম্বার অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তনে ক্ষেত্রে আপনারা ভ্যাট নির্ধারণ করেছেন ৩০ টাকা। অথচ ফোরজি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে সামান্য প্রযুক্তির পরিবর্তনের একই নাম্বার একই অপারেটর থাকা সত্বেও কি কারণে ১০০ টাকা ভ্যাট আদায় করা হবে তা আমাদের কাছে বোধগম্য নয়। ইতোমধ্যেই দেশের জনগণ এনবিআরকে দোষারোপ করছে। এর ফলে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ অনেকটাই কঠিন হয়ে পড়বে। মানববন্ধনে অংশ নেয়া বক্তারা টুজি ও থ্রিজি সেবার মান নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন এবং অবিলম্বের ইন্টারনেটের মূল্য কমানো ও নেটওয়ার্ক সক্রিয় করার জোর দাবি জানান। সেই সাথে টেলিকম খাতে দুর্নীতি ও লুটপাট বন্ধ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান টেলিটককে বিশ্বমানের অপারেটর হিসেবে গড়ে তোলার আহŸান জানান। ইন্টারনেটের মূল্য সমন্বয়ের দাবি জানিয়ে তারা বলেন, পূর্বে ৭২ হাজার টাকার ব্যান্ডউইথ সরকার ৬০০ টাকা করার পরও অপারেটররা পূর্বের রেটেই ইন্টারনেট কিনতে গ্রাহকদের বাধ্য করছে। এতে করে গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তাই আমরা ভ্যাট প্রত্যাহারের সাথে সাথে ইন্টারনেটের মূল্য সমন্বয় করার জোর দাবি জানাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক এমপি হুমায়ুন কবির হিরু, মোবাইল ব্যাংকিং রিচার্জ এসোসিয়েশনের সভাপতি মোঃ বুলু, সংগঠনের মহাসচিব এড. আবু বক্কর সিদ্দিক, যুগ্ম মহাসচিব এড. ইশরাত হাসান, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহŸায়ক হারুন অর রশিদ খান, সংগঠনের প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, এনডিপির মহাসচিব কাজী আমানুল্লাহ মাহফুজ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্টারনেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ