Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে কারণে দুশ্চিন্তায় পিতা-মাতারা

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে দিচ্ছে, এর উল্টো পিঠও আছে। মানুষের জীবনকে ধ্বংস করে দেয়ার উপকরণও সেখানে বিদ্যমান। আছে জঙ্গিবাদ ছড়িয়ে দেয়ার উপাদান। আছে রগরগে যৌন জীবন সম্পর্কিত বিষয়াবলি। এক্ষেত্রে সন্তানদের নিয়ে সবচেয়ে দুশ্চিন্তায় পিতামাতারা। তাদের সেই টেনশন আরো একধাপ বাড়িয়ে দিয়েছে একটি পর্নো কোম্পানি। তারা পর্নো তারকাদের হুবহু নকল করে তৈরি করছে ভার্চুয়াল ছবি। খ্যাতনামা পর্নো তারকাদের অবিকল আকৃতি দেয়া হচ্ছে কম্পিউটারে। আর এর মাধ্যমে তৈরি করা হচ্ছে ভার্চুয়াল অ্যাপ। একজন পর্নো তারকার শরীর যেমন অবিকল তেমনভাবে তৈরি করা হচ্ছে তাদেরকে এ অ্যাপের ভিত্তিতে। তাতে কোথাও কোন খুঁত ধরার মতো ত্রুটি নেই। এ অ্যাপ ব্যবহারকারীর সঙ্গে সামনে থাকা একজন পর্নো তারকার মতো কথা বলবে ওই এনিমেটেড পর্নো তারকা। পর্নো বিষয়ক এ বছরের এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই অ্যাপটি প্রকাশ করা হয়েছে। এটি করতে ওই কোম্পানি একটি বিশাল ক্যামেরা ব্যবহার করেছে একজন পর্নো তারকার শারীরিক গঠনের থ্রি ডি মডেল তৈরি করার জন্য। থ্রি ডি স্ক্যান করা এসব ছবি ব্যবহার করে তাদেরকে গেমে রূপান্তর করা হয়েছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুশ্চিন্তা

১৮ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ