মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চাঁদের দেশেও পৌঁছে যাবে ৪ জি মোবাইল নেটওয়ার্ক। তবে সে জন্য বেশি দেরি করার দরকার নেই। আগামী বছর নাগাদ এই নেটওয়ার্ক সেখানে পৌঁছে যাবে। ফলে চাঁদে অবস্থানকারী কোনো প্রাণী চাইলেই পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে। এমন খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, পৃথবীর দিকে মুখ কারে থাকা চাঁদের পৃষ্ঠ থেকে এমন উচ্চ প্রযুক্তিতে সংজ্ঞায়িত নেটওয়ার্ক পাওয়া যাবে পৃথিবী পর্যন্ত। সেই ১৯৬৯ সালের ২০ শে জুলাই নিল আর্মস্ট্রং প্রথম চাঁদের গায়ে পা রেখেছিলেন। তারপর কেটে গেছে ৫০ বছরেরও বেশি সময়। এরপরই সেখানে নতুন করে একটি মিশন পরিচালনা করা হচ্ছে বেসরকারি উদ্যোগে। তাতে যুক্ত রয়েছে ভোডাফোন জার্মানি, মোবাইল নির্মাণকারী প্রতিষ্ঠান নকিয়া ও গাড়ি প্রস্তুতকারক কোম্পানি অডি। সেই মিশনের একটি অংশ হিসেবে এই নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে। ভোডাফোন বলেছে, তারা মহাশূন্যভিত্তিক একটি মোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠার জন্য প্রযুক্তি বিষয়ক অংশীদার করেছে নকিয়াকে। বলা হয়েছে, ওই নেটওয়ার্কে যে হার্ডওয়্যার ব্যবহার করা হবে তা এক ব্যাগ চিনির চেয়েও ছোট হবে দেখতে। এসব কোম্পানি এ উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে বার্লিনভিত্তিক কোম্পানি পিটিসায়েন্টিস্টস-এর সঙ্গে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।