Inqilab Logo

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

১০ম বর্ষে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ১২:০৬ এএম

দেশের কিশোর-কিশোরীদের সর্ববৃহৎ সংগঠন স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে গুলশানের নিজস্ব কার্যালয়ে নির্ভীক নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফাউন্ডেশন ডে ২০২১’। স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ২০১২ সালে যাত্রা শুরু করে দীর্ঘ সময় ধরে বাল্যবিয়ে প্রতিরোধ, সঠিক পুষ্টি নিশ্চিতকরণ, শিক্ষায় ঝরে পড়া রোধ, মাদকমুক্ত সমাজ বির্নির্মানসহ কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতার বিষয়ে কাজ করে চলেছে। মাধ্যমিক স্কুল পর্যায়ে ক্লাব গঠনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় দেশের প্রায় ২৫টি জেলায় সংগঠনের সদস্যরা সম্প্রতি নেটওয়ার্কের গুলশান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। দেশের বিভিন্ন জেলা উপজেলার লিডার পর্যায়ের শতাধিক কিশোর-কিশোরীরা এই আয়োজনে অংশগ্রহণ করে। উক্ত আয়োজনে ফারজানা ব্রাউনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিজি রামচন্দ্র দাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. এম আমজাদ হোসেন, মোহাম্মদ হারুন অর রশীদ (যুগ্ম পুলিশ কমিশনার ডিবি উত্তর ও সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ- ডিএমপি), এম মাইনুদ্দিন মাইনুল (কান্ট্রি ডিরেক্টর-গুড নেইবারস বাংলাদেশ) প্রমুখ। কিশোর-কিশোরীদের সাথে নিয়ে সূচনা সঙ্গীত পরিবেশন করেন দেশের স্বনামধন্য কণ্ঠশিল্পী সোমনুর মুনীর কোনাল। শাহজিদা শাহরিন আনকা, মনাজী মেহনাজ, নওশিন শর্মিলী ও দীপ্তি চৌধুরীর সঞ্চালনায় উক্ত আয়োজনে কিশোর-কিশোরীদের মাঝে নির্ভীক সম্মাননা প্রদান করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১০ম বর্ষে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ