প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জন্ম মেক্সিকোতে হলেও হলিউডে তিনি অনেকগুলো প্রশংসিত আর বাণিজ্যসফল চলচ্চিত্র পরিচালনা করেছেন। তার সফল চলচ্চিত্রের তালিকায় আছে 'ব্লেড টু’ (২০০২), ‘হেলবয়’ (২০০৪), ‘প্যান’স ল্যাবিরিন্থ’ (২০০৬), ‘হেলবয় টু : দ্য গোল্ডেন আর্মি’, ‘প্যাসিফিক রিম’ (২০১৩) এবং সর্বশেষ ‘দ্য শেপ অফ ওয়াটার’ (২০১৭)। মূলত ফ্যান্টাসি ফিল্ম নির্মাণ করলেও তার সৃষ্টিতে ভাবনার খোরাক থাকে। তার জন্মস্থান হুয়াদালাহারা তার নামে একটি সিনেমা হলের নামকরণ করে তাকে সম্মান দিতে যাচ্ছে এই মাসের ১০ তারিখে।
হুয়াদালাহারা চলচ্চিত্র উৎসব উপলক্ষে বেশ কয়েকটি হলের সঙ্গে তার নামের হলটিও যাত্রা শুরু করবে। উৎসবের পরিচালক ইভান ট্রুহিয়ো বলেছেন, “আশা করি তিনি বেশ কয়েকটি অস্কার জয় করবেন।”
উলেখ্য দেল তোরোর ‘দ্য শেপ অফ ওয়াটার’ শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ পরিচালকসহ ১৩টি বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছে।
উপরোলিখিত উৎসবে মেক্সিকান ফিকশন চলচ্চিত্র বিভাগে ২৭,০০০ ডলারের প্রিমিও মেসকাল পুরস্কার এবং ৫,০০০ ডলারের আরেকটি পুরস্কারের জন্য ১১ জন নির্মাতা প্রতিযোগিতা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।