প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভি মঈনুদ্দীন: তরুণ কন্ঠশিল্পী ইলিয়াস হোসেইন নতুন দশটি গানের মিউজিক ভিডিও নিয়ে আসছেন। সবগুলো মিউজিক ভিডিও এ মাস থেকে প্রকাশ শুরু হয়ে ধাপে ধাপে ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রকাশ হবে বলে জানান ইলিয়াস। নতুন দশটি গানের মিউজিক ভিডিওর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘হয়নি বলা’,‘ ফেসবুক’, ‘চাই তোকে’, ‘পলকে পলকে’, ‘অল্প অল্প করে’। ‘হয়নি বলা’ লিখেছেন ওমর ফারুক, সুর ও সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। আসবে ধ্রæব মিউজিক স্টেশন থেকে। ‘ফেসবুক’ গানটি লিখেছেন আশিক বন্ধু, সুর সঙ্গীতায়োজন করেছেন জেকে মজলিশ। ‘চাই তোকে’ গানটি এরইমধ্যে সঙ্গীতার ব্যানারে প্রকাশিত হয়েছে। আরো দুটি গান আসবে এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। ‘চাই তোকে’ লিখেছেন সঞ্জীবন চক্রবর্তী, সুর সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। সিডি ভিশন থেকে বাজারে আসবে ‘পলকে পলকে’ এটি লিখেছেন সজীব এবং সুর সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। ‘অল্প অল্প করে’ লেখা সুদীপ কুমার দীপের এবং সুর করা ইলিয়াস হোসেইনের নিজের, সঙ্গীতায়োজন করেছেন রনি। বাকী গানগুলোর কাজ দ্রæত গতিতে এগিয়ে চলেছে। এদিকে ইলিয়াস হোসেইনের সর্বশেষ গানের মিউজিক ভিডিও ছিলো ‘না বলা কথা-৪’। এটি ইউটিউবে এখন পর্যন্ত এক কোটি ছয় লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটির সুর করেছেন কাজী শুভ এবং সঙ্গীতায়োজন করেছেন রাফি। নিজের সঙ্গীত জীবন প্রসঙ্গে ইলিয়াস হোসেইন বলেন, ‘আমার পরিবারের কেউই আমার গান গাওয়ার পক্ষে ছিলেন না। অনেক যুদ্ধ করে আমাকে গানের জগতে প্রতিষ্ঠিত হতে হয়েছে। কলেজ জীবনে আমরা পাঁচ বন্ধু আমি, শোভন, জয়, বাপ্পী ও তুরাশ মিলে ছায়াপথ নামে একটি ব্যান্ডদল গঠন করেছিলাম। সবাই যার যার মতো জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। আমিই শুধু গানের জগতে থেকে গেলাম। যদিও আমার গানে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তারপরও চেষ্টা করি ভালোভাবে বুঝে গান গাইবার। বাকীটা দর্শক শ্রোতার ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাই। ইলিয়াস হোসেইনের একক অ্যালবামগুলো হচ্ছে ‘না বলা কথা’-১, ২, ৩ ও ৪ এবং ‘হয়নি বলা’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।