Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৌকীর আহমেদের নতুন সিনেমা ফাগুন হাওয়া

| প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে ফাগুন হাওয়া নামের একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তৌকীর আহমেদ। হালদা মুক্তির পরই তিনি এ কথা জানিয়েছিলেন। সিনেমাটির শূটিং ৭ মার্চ শুরু হচ্ছে। মফস্বল শহরের গল্প তুলে ধরা হবে সিনেমাটিতে। তৌকীর জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন সিনেমাটির শূটিং শুরু করাটা একটু অন্যরকম আনন্দের। টিটো রহমানের ছোট গল্প ‘বউ কথা কও’-এর অনুপ্রেরণায় তৈরি হচ্ছে এটি। প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন সিয়াম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, সাজু খাদেম, আবুল হায়াত, শহিদুল আলম সাচ্চু। এছাড়া বিভিন্ন থিয়েটার দলের বেশ কিছু অভিনয় শিল্পী অভিনয় করবেন। উল্লেখ্য, তৌকীর আহমেদের সর্বশেষ সিনেমা হালদা মুক্তি পেয়েছিল গত বছর। এর আগে তিনি তৈরি করেন অজ্ঞাতনামা। তার ক্যারিয়ারে অন্য সিনেমাগুলো হলো জয়যাত্রা (২০০৪), রূপকথার গল্প (২০০৬) ও দারুচিনি দ্বীপ (২০০৭)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিনেমা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ