Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাগতিয়ার মরহুম পীর সাহেবের বর্ণাঢ্য জীবন ও কর্ম গবেষণার অপার সাগর

হাটহাজারী কুয়াইশে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিলে অধ্যক্ষ ছৈয়্যদ মুনির উল্লাহ্

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : ইতিহাস সৃষ্টিকারী আধ্যাত্মিক মহামণীষী কাগতিয়ার মরহুম পীর সাহেবের বর্ণাঢ্য জীবন, কর্ম ও তরিক্বত সৎচিন্তাশীলদের জন্য গবেষণার এক অপার সাগর, সত্যানুসন্ধানীদের জন্য সত্যের দিশা এবং পথহারা উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ ও নবীপ্রেমে কোরআন-সুন্নাহ্র আমলে উন্নত নৈতিক চরিত্র ও মানবিকবোধসম্পন্ন আলোকিত মানুষ হওয়ার উপায়।
গতকাল শুক্রবার বাদ জুমা চট্টগ্রামের হাটহাজারী কুয়াইশ বুড়িশ্চর সম্মিলনী উচ্চ বিদ্যালয় ময়দানে এশায়াত মাহফিলে হাজারো নবীপ্রেমিক মুসলমানের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া দরবার শরীফের পীর আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা এ মহামণীষী নিভৃতপল্লীতে বসে অগণিত পথভ্রষ্টদের যেমন আলোর পথ দেখিয়েছেন, তেমনি ইসলামী শিক্ষার প্রসারেও ছিলেন অগ্রদূত। যিনি নিজের অর্জিত সমূদয় অর্থ দান করে যান তারই প্রাণপ্রিয় কাগতিয়া কামিল মাদ্রাসায়, নবীর ঘর মাদরাসার জন্য এমন আত্মত্যাগ সত্যিই বিরল। কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা স্মরণে আয়োজিত এ মাহফিলের আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১১৫ নং নজুমিয়া হাট শাখা।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ গণি চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সহ-সভাপতি প্রফেসর ড. আবুল মনছুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর এ.পি.এস আলহাজ্ব মোহাম্মদ নূর খাঁন।
সভাপতির বক্তব্যে ইউনুছ গণি চৌধুরী মুনিরীয়া যুব তবলীগ কমিটির ভূয়সী প্রশংসা করে বলেন, যখন দেশের প্রাণশক্তি যুব সমাজ অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে অতিমাত্রায় সক্রিয় হয়ে শান্তির ধর্ম ইসলামকে হেয় প্রতিপন্ন করছে, তখন কাগতিয়া দরবারের সাথে হাজার হাজার যুবকের সম্পৃক্ততা সত্যিই বিস্মিত করে।
এতে আরও বক্তব্য রাখেন ওলামা পরিষদের সভাপতি আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহীম হানাফি, এশায়াত সম্পাদক আল্লামা এমদাদুল হক মুনিরী, মাওলানা সেকান্দর আলী ও মাওলানা মুহাম্মদ ফোরকান প্রমুখ।
হাটহাজারীতে স্মরণকালের বৃহৎ এই মাহফিলে স্থানীয় অনেক আলেম, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ছাড়াও এলাকার সর্বস্তরের মানুষ যোগদান করেন।
মাগরিবের আগেই মাহফিলস্থলের কুয়াইশ উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরিশেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গবেষণা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ