Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে প্রাইভেটকারে ৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তিন হাজার তিনশ ৩৬পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে পাকড়াও করেছে র‌্যাব। কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তি এলাকা থেকে ইয়াবার চালানাটি কারে করে চট্টগ্রাম আনা হচ্ছিল। গোপনে সংবাদ পেয়ে র‌্যাবের একটি টিম বৃহস্পতিবার রাতে পটিয়ার জঙ্গলখাইন মনসা বাদামতল এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলো, বান্দরবানের লামা মেরাখোলা হিন্দুপাড়ার মৃত রক্ষিনী বসাকের পুত্র ভবতোষ বসাক (৩৩) ও কক্সবাজার সদর থানার চৌফলদন্ডির অনিল দের পুত্র মৃদুল দে (২৮)। র‌্যাব সদস্যরা প্রাইভেটকারটি (চট্ট-মেট্রো-ক-০২-২১০৫) আটক করে। গ্রেফতারকৃতরা র‌্যাবকে জানায়, তারা দীর্ঘদিন ধরে উক্ত গাড়ি ব্যবহার করে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য ১৬ লাখ ৬৮ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারের মূল্য ২০ লাখ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ