বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : আল্লাহর মেহমান হজযাত্রীদের ওপর চাপিয়ে দেয়া অযৌক্তিক বিমান ভাড়া কমাতে হবে। হজযাত্রী পরিবহনের সুবিধার্থে থার্ড ক্যারিয়ার চালু করতে হবে। যাত্রী পরিবহনের ক্ষেত্রে হজযাত্রীদের জিম্মিদশা থেকে মুক্তি দিতে হবে। গতকাল বক্সকার্লভাট রোডস্থ হাব ওলামা সোসাইটি’র উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ একথা বলেন। সংগঠনের সভাপতি মাওলানা মতিউর রহমান গাজীপুরীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাসচিব হাফেজ নূর মোহাম্মদ, হাফেজ মাওলানা তাজুল ইসলাম আশরাফী, মাওলানা জাহিদ আলম, মাওলানা হানজালা বিন জোবায়ের, অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ, মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা জোনায়েদ গুলজার, মুফতী আব্দুল মান্নান, মুফতী তোফায়েল আহমেদ। নেতৃবৃন্দ বলেন, হজযাত্রীদের নিবন্ধনে হজ প্যাকেজের পুরো টাকা দুই কিস্তিতে জমা নেয়ার সুযোগ দিতে হবে। আগামী ৩১ মার্চ পর্যন্ত নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করতে হবে। নেতৃবৃন্দ ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিদের সকল বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধের জন্য জোর দাবী জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।