Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজকের শিশু আগামী দিনের গৌরব উজ্জ্বল নক্ষত্র -ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফারুক

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা: আজকের শিশু আগামি দিনের গৌরব উজ্জল নক্ষত্র হিসাবে দেশের হালধরবে। শিশুদের ছোটথেকে সু-শিক্ষাদিলে অবশ্যই সে বড় হয়ে সু শিক্ষিত হবে। তাই মা-বাবা শিশুকে আপন করে নিয়ে ভালবাসতে শিখুন তাহলে একটি দেশ উন্নয়নে পরিনত হবে। কাপ্তাই (বাংলা ও ইংরেজী মিডিয়াম) স্কুলের বার্ষিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য উপরোক্ত বক্তব্য রাখেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ৩০৫ পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফারুক, এসসিজিপি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মাল্টিপারপাস অডিটোরিয়ামে স্বাতগ বক্তব্য রাখেন শিশু নিকেতন স্কুলের প্রিন্সিপাল রেহেনা আক্তার রিকো। এসময় উপস্থিত ছিলেন, মিসেস নাজনীন নাহার, কাপ্তাই ৫আর, ই জোন কমান্ডার ও বিদ্যালয় কমিটির সহ-সভাপতি লেঃ কর্ণেল মাহামুদ হাসান, ১০ বেঙ্গল অধিনায়ক লেঃ কর্ণেল শরিফ মোঃ আমান হাসান, ১৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শহিদুল ইসলাম, মেজর তানভীর আহমেদ, বিউবো চিপ ইঞ্জিনিয়ার প্রকৌশলী আব্দুর রহমানসহ বিভিন্ন অফিসারবৃন্দ। রাতে অনুষ্টান শেষে প্রধান অতিথি স্কুলের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু

১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ