Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোন ধার্মিক জঙ্গিবাদে সম্পৃক্ত হতে পারে না -মেয়র নাছির

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, মাদক সেবিদের নিরাময়ে সহায়তা দেবে ম সিটি কর্পোরেশন। অপরাধী নয় অপরাধকে সকলে ঘৃণা করলে অপরাধ প্রবণতা কমে আসবে। তিনি বলেন, মাদকসেবিদের দ্বারা পরিবার, সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও কোন ধার্মিক ব্যক্তি জঙ্গিবাদে সম্পৃক্ত হতে পারে না। সন্ত্রাস জঙ্গীবাদ একটি সামাজিক ব্যাধি। এথেকে পরিত্রানের জন্য ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের কোন বিকল্প নেই। তিনি গতকাল (বৃহস্পতিবার) নগরীর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোঃ আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর এইচ এম সোহেল ও ছালেহ আহমদ চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস শাহানুর বেগম, স্পেশাল ম্যাজিষ্ট্রেট ও যুগ্ম জেলা জজ মিসেস জাহানারা ফেরদৌস, পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়া প্রমুখ।
মেয়র বলেন, নগরীতে বিভিন্ন সংস্থার সহযোগিতায় উন্নয়ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে। নাগরিকবৃন্দ নিয়মিত পৌরকর পরিশোধ করলে উন্নয়ন কার্যক্রম আরো বেগবান হবে। তিনি বলেন, সুনির্দিষ্ট দায়িত্বের পাশাপাশি সিটি কর্পোরেশন অতীতের ধারাবাহিকতায় শিক্ষা ও স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে। এ দুটি খাতে বছরে ৫৬ কোটি টাকা ভর্তুকি দিতে হয়। এছাড়াও নগরীর দূর্যোগ কবলিত মানুষের সহায়তায় কর্পোরেশন পাশে থাকে। তিনি নাগরিক সেবার লক্ষ্যে নগরবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেয়র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ