Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেক্স ট্যুরিজমের বিরোধিতায় থাইল্যান্ড

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চলতি বছর রেকর্ড সংখ্যক পর্যটককে স্বাগত জানানোর আশায় থাকলেও তারা যে কোনো ধরনের ‘যৌন পর্যটনের’ বিরোধী বলে জানিয়েছে থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষ। গত বুধবার এক বিবৃতিতে তারা এ কথা জানায় বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। সমুদ্র সৈকত, বৌদ্ধ মন্দির ও বিশ্বখ্যাত রন্ধনপ্রণালীর জন্য পরিচিত থাইল্যান্ড সারা দুনিয়ার পর্যটকদের পছন্দের তালিকায় উপরের দিকেই থাকে। এ বছরও প্রায় চার কোটি পর্যটক দেশটিতে ঘুরতে যাবেন বলে আশা করছে থাই পর্যটন কর্তৃপক্ষ। যৌনতার জন্য পরিচিতি থাকলেও থাইল্যান্ডে পতিতাবৃত্তি অবৈধ। যদিও দেশটির বড় বড় শহরগুলোতে থাই ও বিদেশিদের পরিচালিত অসংখ্য যৌনপল্লী আছে, সরকারও আয়ের কথা বিবেচনা করে সেগুলোকে প্রশ্রয় দেয় বলে ধারণা পর্যবেক্ষকদের। পর্যটন শিল্প থেকে গত বছর থাইল্যান্ড রেকর্ড প্রায় ৫৪ বিলিয়ন ডলার আয় করেছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। এ আয় ২০১৬-র একই খাত থেকে আয়ের চেয়ে ১২ শতাংশ বেশি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থাইল্যান্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ