Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পরী’ মুক্তি পাচ্ছে আজ

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

আজ বলিউডের ‘পরী’ ফিল্মটি মুক্তি পাচ্ছে। একই দিন মুক্তি পাবে ‘বিরে কি ওয়েডিং’।
হরর ফিল্ম ‘পরী’ মুক্তি পাবে ক্লিন শ্লেট ফিল্মস, কৃআর্জ এন্টারটেইনমেন্ট এবং কাইটা প্রডাকশন্সের ব্যানারে। আনুশকা শর্মা এবং কর্ণেশ শর্মা চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন। প্রোষিত রায়ের পরিচালনায় অভিনয় করেছেন আনুশকা শর্মা, পরমব্রত চ্যাটার্জি, রজত কাপুর, ঋতভরি চক্রবর্তী এবং মানসী মুলতানি। সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়। পশ্চিম বঙ্গের পটভূমিতে অশরীরীতে ভর করা এক তরুণীর গল্প।
প্যানোরামা স্টুডিওসের ব্যানারে ‘বিরে কি ওয়েডিং’ ফিল্মটি মুক্তি পাবে। কমেডি ফিল্মটি প্রযোজনা করেছেন রজত বকশি এবং পারমোদ গোম্বার। আশু ত্রিখার পরিচালনায় অভিনয় করেছেন পুলকিত সম্রাট, কৃতি খারবান্দা, জিমি শেরগিল, সতীশ কৌশিক, সুপ্রিয়া কারণিক, যুবিকা চৌধারি, অভিষেক দুহান, রাজেশ বাশি এবং সুমিত সামনানি। জয়দেব কুমার, মিত ব্রাদার্স, অশোক পাঞ্জাবি এবং ফারনাজ ফায়েজ সঙ্গীত পরিচালনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ