Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজ যাবেন ব্রাজিলে, পরী আর্জেন্টিনায়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২২, ৩:০৪ পিএম

রাজের গন্তব্য ব্রাজিল আর পরীর আর্জেন্টিনা। বিশ্বকাপ ফুটবল জোয়ারে ভাসছে বিশ্ব। তারকারাও এর বাইরে নয়। পছন্দের দল ও খেলোয়াড় নিয়ে সবার মধ্যে ভালোবাসা উন্মাদনা নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনিও এর ব্যতিক্রম নয়। রাজ বললেন, ব্রাজিল বিশ্বকাপ জিতলে পরীমণিকে ইউরোপে ঘুরতে নিয়ে যাবেন। আর আর্জেন্টিনা জিতলে রাজকে মেসির দেশ আর্জেন্টিনায় নিয়ে যাবেন পরী।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের একটি হোটেলে আড্ডা দেওয়ার সময় এ কথা জানান রাজ-পরী দম্পতি।

রাজ বলেন, ‘ব্রাজিল এবার ওয়ার্ল্ডকাপ নিলে পরীকে নিয়ে ইউরোপ ট্যুরে যাব। মূলত বিয়ের পর আমাদের বিদেশ ট্যুর হয়নি। এ ছাড়া দীর্ঘদিন ধরে ভেবেছি ইউরোপ যাব, সেই ইচ্ছেও পূরণ হবে। বেস্ট খেললে যেকোনো দল জিতবে। আমি মনে প্রাণে চাই ব্রাজিল বিশ্বকাপ নিক।’

ব্রাজিল ওয়ার্ল্ডকাপ নিলে ব্রাজিলে না গিয়ে ইউরোপ কেন যাওয়ার ইচ্ছে? এ বিষয়ে জানতে চাইলে রাজ বলেন, ‘ইচ্ছে ছিল ইউরোপেই যাব। যদি না জেতে বাংলাদেশের যেকোনো স্থানে ঘুরতে যাব।’

পাশে পুত্রকে কোলে নিয়ে বসেছিলেন পরী। হাসি মুখে তিনি রাজকে ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমার আর্জেন্টিনা ওয়ার্ল্ডকাপ নিলে তোমাকে (রাজ) নিয়ে আর্জেন্টিনাতেই যাব।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরীমনি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ