Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চুনারুঘাটে আহলে সুন্নাত সভাপতিকে কুপিয়ে হত্যা

পৌর শহরে উত্তেজনা-দোকানপাট বন্ধ-অতিরিক্ত পুলিশ মোতায়েন

প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ৮:৩৫ পিএম, ১ মার্চ, ২০১৮

চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে এস. এম. সুলতান খান : হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরের চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও আহলে সুন্নাতওয়াল জামাত চুনারুঘাট উপজেলার সভাপতি বিশিষ্ট মুরব্বী আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় বাসা থেকে তিনি মসজিদে নামাজে আসার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান। এ ঘটনায় চুনারুঘাটের সুন্নাতওয়াল জামায়াতসহ উপজেলার হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। শহরের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে প্রতিবাদ মিছিল করেছে। উত্তাল হয়ে উঠছে চুনারুঘাট পৌর শহর। চুনারুঘাট পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 
স্থানীয় ও পুলিশ সুত্রে জানায়, পৌর শহরের চন্দনা গ্রামের বাসিন্দা হাজী আবুল হোসেন আকল মিয়া তার পৌর শহরে বসবাস করতেন। গতকাল ভোরে সাড়ে ৫টার দিকে তিনি তার বাসার পাশে আল মদিনা মসজিদে ফজরের নামাজ আদায় করতে ঘর থেকে বের হন। মসজিদে কিছু দুরে শহরের বাল্লা রোডের কাছে একদল দুর্বৃত্ত তাকে একা পেয়ে কুপিয়ে মারাত্বক জখম করে। এর একটু পরেই স্থানীয় অপর এক মুসল্লী নামাজে আসার সময় তার ব্যবহৃত টুপি ও তার মোবাইল দেখতে পেয়ে তিনি এটি নিয়ে চিৎকার শুরু করে। তখন মুসল্লীরা এসে রাস্তার পাশে একটি গলীতে তাকে রক্তমাখা অবস্থায় দেখতে পায়। সাথে সাথে তাকে প্রথমে চুনারুঘাট ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল সাড়ে ৮টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর সংবাদ মুহুর্তের মধ্যে চুনারুঘাটে ছড়িয়ে পড়লে বিক্ষোব্ধ সুন্নী জামাত ও ব্যবসায়ী কল্যাণ সমিতিসহ সর্বস্তরের লোকজন বিক্ষোব্ধ হয়ে উঠে। তারা শহরে বিক্ষোভ মিছিল ও মধ্য বাজারে পথ সভা করেছে। শহরেরর ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় নেতা মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, আলহাজ্ব মাওলানা ছোলাইমান খান রাব্বানী, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মুফতি মুসলিম খান, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, যুবসেনা সভাপতি শফিকুল ইসলাম তালুকদার দুলাল, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, মাওলানা মোসাহিদ আলী, সাংবাদিক এস. এম. সুলতান খানসহ বিভিন্ন স্তরের মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উত্তেজনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ