বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এবার সিলেটের শাহ আরেফিন টিলায় পাথর কোয়েরি ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় কোয়েরির সঙ্গে সংশ্লিষ্ট কালা মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলার বশির আহমদের কোয়েরিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বান্দা গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে জহির হোসেন (৩৬), জেলার দক্ষিণ সুনামগঞ্জ জীরদার গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে আফাজ উদ্দিন ও একই গ্রামের নাছির উদ্দিনের ছেলে কাঁচা মিয়া (৬০)।
বৃহস্পতিবার (০১ মার্চ) সকালে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার দুপুরে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় বশির আহমদের গর্তে পাথর উত্তোলন করতে গিয়ে তিন শ্রমিক পাথর চাপায় মারা যান। এ ঘটনায় আহত হন আরো দু’জন। পরে রাত সাড়ে ১২টার দিকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।