Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে আবহাওয়ার অস্বাভাবিক আচরণ: গম উৎপাদন ব্যাহতের আশঙ্কা

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

নাছিম উল আলম : ‘মাঘের শীত বাঘের গায়ে’ নয়, এবার মাঘের শেষ ভাগেই দেশের দক্ষিণাঞ্চল জুড়ে কয়েকদিন বসন্তের আমেজ থাকলেও আগেভাগেই গ্রীষ্মের দাপট শুরু হয়েছে। ইতোমধ্যে বসন্তকে দখলে নিয়েছে গ্রীষ্মের আবহাওয়া। গত ১০ ফাল্গুন বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রী অতিক্রম করে অসময়ে গ্রীষ্মের আগমন বার্তা ঘোষনা করেছে। শেষ রাত থেকে সকাল প্রায় ৮টা পর্যন্ত মাঝারী কুয়াশাও অব্যাহত রয়েছে। যা রবি ফসলের পাশাপাশি গম-এর উৎপাদন ব্যাহত করতে পারে বলে শংকিত মাঠ পর্যায়ের কৃষিবিদগন। দক্ষিণাঞ্চলের ১১ জেলায় এবার প্রায় ৭৫ হাজার হেক্টর জমিতে গম আবাদ হয়েছে। ইতোমধ্যে বেশীরভাগ জমিতে গমের থোর এসেছে। উৎপাদনের এ সময়ে তাপমাত্রা যত নিচে থাকবে, গমের উৎপাদনও তত ভাল হবার কথা। শীত প্রধান দেশের এ ফসল আমাদের দেশে আবাদ খুব বেশী দিনের না হলেও তাকে যথেষ্ঠ সম্ভাবনার চোখে দেখছেন কৃষিবিদগন। কিন্তু গত দুটি মওশুমে ছত্রাকবাহী বøাষ্ট রোগে ক্ষতিগ্রস্ত হবার পরে এবার আগাম শীত বিদায়ে এর উৎপাদন নিয়ে শংকা ক্রমশ বাড়ছে।
ফাল্গুনের শুরু থেকে বসন্তের পরিবর্তে গ্রীষ্মের দাপটই লক্ষ্য করা গেছে। গত ২৫ ফেব্রæয়ারী বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রী সেলসিয়াসে উঠে যায়। আবহাওয়া বিভাগের মতে, ফেব্রæয়ারী মাসে দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ২৮.২ এবং সর্বনিম্ন ১৪.৩ ডিগ্রী সেলসিয়াস থাকার কথা। গতকালও বরিশালে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩২.৪ ও ১৯.৫ ডিগ্রী সেলসিয়াস। বর্তমানে শেষ রাতের হালকা ঠান্ডার সাথে মাঝারী কুয়াশা আর দুপুরের গরমে বয়স্ক ও শিশুদের অস্বস্তি বৃদ্ধি করছে ক্রমশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দক্ষিণাঞ্চল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ