বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল নগরের রুপাতলী ও আমতলা মোড়ে অবস্থিত ঢাকা-বরিশাল মহাসড়কে ৫০ মণ জাটকাসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে জাটকাসহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নুরুল ইসলাম, এবায়েদুল, হাফিজুল, গোপাল বণিক ও মো. আসাদুজ্জামান।
সদর নৌ-থানার সেকেন্ড অফিসার মো. সোহাগ ফকির বলেন, মৎস্য বিভাগের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বরিশাল সদর নৌ-থানা পুলিশের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৫০ মণ জাটকাসহ ৫ জনকে আটক করে।
তিনি আরও বলেন, আটকদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুসেইন খান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।