Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এডিবি প্রেসিডেন্ট নরসিংদীসহ টঙ্গী-ভৈরব ডাবল লাইন পরিদর্শন করবেন আজ

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার : আজ মঙ্গলবার এশীয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট তাকিহিক নাকাও বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের টঙ্গী-ভৈরব সেকশন পরিদর্শন করবেন। এ উপলক্ষে তিনি ঢাকা থেকে বিশেষ ট্রেনযোগে ভৈরব যাবেন। সফরকালে তার সাথে থাকবেন রেলওয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ। ভৈরব থেকে তিনি সড়ক পথে নরসিংদী পৌরভবনে যাবেন। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুলসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ। সেখানে এডিবি’র অর্থ সাহায্যে নরসিংদী পৌরসভার উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে ধারণা নিবেন। সেখান থেকে প্রাইভেটকারযোগে নরসিংদী রেলষ্টেশন যাবেন। নরসিংদী রেলষ্টেশন পরিদর্শন করে তিনি ষ্টেশনে অপেক্ষমান বিশেষ ট্রেনে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। এ তথ্য জানিয়েছেন নরসিংদী রেলওয়ে ষ্টেশন মাষ্টার মইদুর রহমান।
জানা গেছে, টঙ্গী-ভৈরব বাজার ডবল লাইন নির্মাণ প্রকল্পের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ রেলওয়েকে ২০২.৫২ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে। এডিবি’র এ ঋণের ভিত্তিতেই টঙ্গী-ভৈরব বাজার ডবল লাইন নির্মিত হয়েছে। বাস্তবায়িত এই ডবল রেললাইন ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন এবং নরসিংদী পৌরসভায় এডিবি’র অর্থ সাহায্যে গৃহীত বিভিন্ন প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেবেন। এডিবি’র প্রেসিডেন্ট তাকিহিক নাকাও’র সফর উপলক্ষে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মো: খায়রুল কবির বিভিন্ন ষ্টেশনের মাষ্টারদেরকে তাদের ষ্টেশনসমূহ ও অন্যান্য স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছেন। রেলওয়ের জায়গার ওপর অবৈধ নির্মাণ ও স্থাপনা উচ্ছেদসহ ২২ টি লিখিত নির্দেশনা দিয়েছেন। এসব নির্দেশনা অনুযায়ী ষ্টেশন এলাকাসহ রেললাইনের আশেপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ষ্টেশনসমূহ পরিষ্কার এবং রং করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিদর্শন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ