নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে গত ছয় বছর ধরে পদক জয়ের ধারাবাহিকতায় রয়েছে বাংলাদেশ। সর্বশেষ গত বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে চারটি ব্রোঞ্জপদক জিতেছিল লাল সবুজের ক্ষুদে ক্রীড়াবিদরা। ক্যাডেট গ্রুপে একক ও দলগতে এবং জুনিয়র গ্রুপে দলগত ও দ্বৈতে পদক নিয়ে দেশে ফিরেছিল তারা। সেই ধারাবাহিকতা এবারও বজায় রাখতে চায় ফেডারেশন। আগামী ২০-২২ এপ্রিল মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান জুনিয়র টিটি চ্যাম্পিয়নশিপের খেলা। এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে জুনিয়র অনূর্ধ্ব-১৮ গ্রুপে চারজন বালক এবং ক্যাডেট-১৫ গ্রুপে চারজন বালক ও তিনজন বালিকা অংশ নেবে। জুনিয়র গ্রুপে একক, দ্বৈত ও দলগতে, ক্যাডেট গ্রুপের বালক বিভাগে একক, দ্বৈত ও দলগতে এবং বালিকা বিভাগে একক ও দলগত ইভেন্টে খেলবে লাল সবুজের ক্ষুদে খেলোয়াড়রা। তবে ইভেন্ট নির্দিষ্ট হলেও দক্ষিণ এশীয় এই টুর্নামেন্টে ক’টি দেশ অংশ নিচ্ছে তা নাকি এখনো নির্ধারিত হয়নি। গতকাল এমন তথ্যই জানালেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি শামসুল আলম, ‘প্রতিবারের মতো এবারও আমাদেরকে এই টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কতটি দেশ অংশ নিচ্ছে তা এখনো চূড়ান্ত হয়নি। কারণ এখন পর্যন্ত কারো নিবন্ধন নেয়া হয়নি।’ তিনি যোগ করেন, ‘আমন্ত্রণ পাওয়ার পরেই আমরা কার্যনির্বাহী কমিটির সভায় আলোচনা করেছি। সেখানেই সিদ্ধান্ত হয়েছে এই টুর্নামেন্টে অংশ নেয়ার। সে মোতাবেক আমরা ১১ সদস্যের খেলোয়াড় দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে খেলোয়াড় নির্বাচন এখনো হয়নি। পরবর্তী সভায় বসে আমরা খেলোয়াড় বাছাই করবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।