বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতক- দোয়ারা সড়কের মির্জা খালের উপর দীর্ঘদিনের জরাজীর্ণ বেইলী ব্রিজ ভেঙে মালবাহি ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলেই দু’জন নিহত ও অপর একজন আহত হয়েছে। গতকাল ভোরে নোয়ারাই ইউনিয়নের লক্ষীবাউর গ্রামের কাছে এ ঘটনা ঘটে। জানা যায়, দূর্ঘটনা কবলিত ট্রাক মালামাল নিয়ে দোয়ারাবাজার বগুলা এলাকার আবুল কালাম চট্টগ্রাম থেকে একটি ¯øুইচ গেটের মালামাল নেয়ার পথে নোয়ারাই ইউপির মির্জাখালের বেইলী ব্রিজ অতিক্রমকালে ব্রিজ ভেঙ্গে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে দোয়ারা উপজেলার বগুলা ইউনিয়নের মুল্লাপাড়া গ্রামের সিফাত উল্লাহর পুত্র আবুল হোসেন (২৫) ও সুনামগঞ্জ সদরের তেঘরিয়া গ্রামের হাবিব আহমদ (৩০) নামের দু’ব্যক্তি নিহত ও অজ্ঞাতনামা ট্রাক চালক আহত হয়। ছাতক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এরপর থেকে দোয়ারা উপজেলার সারা দেশের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এরআগে ২০১৫সালের ১৪মে’ রাতে একই সড়কের কাড়ইলগাঁও গ্রামের চৌধুরি খালের বেইলী ব্রিজ ভেঙে পড়ে। এঘটনায় ট্রাক (নং-ঢাকা মেট্রো-ট ১৬-৭২৪৫) এর মালিক রফিকুল ইসলাম ফেনুর বিরুদ্ধে ছাতক থানায় ১০লাখ টাকার ক্ষতিপূরণ মামলা নং-১২, দায়ের করেন সওজর ছাতকের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী। এব্যাপারে নোয়ারাই ইউপি সদস্য ও লক্ষীবাউর নিবাসি মনির উদ্দিন জানান, ছাতক-দোয়ারাবাজার সড়কে আরো একাধিক ঝুঁকিপূর্ণ বেইলী ব্রিজ রয়েছে। ২০১৫ সালে এ সড়কে আরো একটি বেইলী ব্রিজ ভেঙে গাড়িসহ পানিতে তলিয়ে যায়। তিনি সড়কসহ ব্রিজের উন্নয়নে সরকারের সহযোগিতা কামণা করেন। এব্যাপারে ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশগুলো ময়না তদন্তের জন্যে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।