বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলা সংবাদদাতা: নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ২নং বড়তলী বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলেছুর রহমানের বিরুদ্ধে ভিজিটি কার্ডের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারী হওয়ায় এবং তার বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকায় দীর্ঘ ২ মাস যাবৎ তিনি পলাতক থাকায় ইউনিয়ন বাসী পরিষদের পক্ষ থেকে সব ধরনের সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য পরিষদের ৭ জন সদস্য গতকাল রবিবার দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রনালয় ও স্থানীয় সরকার শাখার আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য রাকিব হাসান জানান, বর্তমান চেয়ারম্যান মুখলেছুর রহমানের বিরুদ্ধে ২০১৬ সালের ডিসেম্বর মাসের ভিজিডি কার্ড কর্মসূচির ১৫৫টি কার্ডের মাল কার্ডধারীদের না দিয়ে আত্মসাৎ করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত দুর্নীতির মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়। উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পরিষদ পরিচালনায় নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, দলীয় করণের অভিযোগ রয়েছে। তিনি আরো অভিযোগ করে বলেন, ২০১৬-২০১৭ অর্থ বছরে এডিপির প্রথম পর্যায়ে ১৫টি নলকুপ বসানো দেখিয়ে প্রায় দেড় লক্ষ টাকা, ২০১৭-২০১৮ অর্থ বছরে এলজিএসপি’র ১ম পর্যায়ে ১৫ লক্ষ টাকা ও ২য় পর্যায়ে ১৬ লক্ষ টাকা সদস্য ও সদস্যাগনের স্বাক্ষর জাল করে ভুয়া রেজুলেশনের মাধ্যমে সাকুল্য টাকা আত্মসাৎ করেছে। দীর্ঘদিন যাবত চেয়ারম্যান পলাতক থাকায় ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা পাওয়া থেকে ইউনিয়নবাসী বঞ্চিত হচ্ছে। বিশেষ করে জন্ম নিবন্ধন, নাগরিক সনদপত্র, ওয়ারিশান সনদপত্র, টেক্স রশিদ প্রদান করা যাচ্ছে না। ফলে ইউনিয়নবাসীর দুর্ভোগ, দুর্দশা ক্রমশ বেড়েই চলেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ অচলাবস্থা থেকে দ্রæত উত্তরণের জন্য সাংবাদিকসহ স্থানীয় সরকার মন্ত্রনালয় ও স্থানীয় সরকার বিভাগের আশু হস্তক্ষেপ কামনা করেন। এ সময় পরিষদের অন্যান্য সদস্য ও সদস্যগন উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।