পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএস) পরীক্ষায় সুপারিশ প্রাপ্ত হয়েও নিয়োগ বঞ্চিত ৫ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নিয়োগাদেশ প্রাপ্তরা হলেন- আহসান হাবীব, আবদুল্লাহ আল হাসিব, সৈয়দ ইয়াসির আরাফাত, আমিনুল ইসলাম ও আবদুল্লাহ আল আমান। এ বিষয়ক রিটের শুনানি শেষে গতকাল বুধবার বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ছিলেন অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। এর আগে দশম বিজেএস’র নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিলে রিটকারীরা আবেদন করেন এবং সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হন। কিন্তু এরপরও তাদের নিয়োগ না দেয়ায় ২০১৯ সালে তারা হাইকোর্টে রিট করেন। ওই রিটের ওপর জারি করা রুলের শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।