Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যাশনাল ক্রেডিট রেটিংস’র নতুন এমডি আসাদুজ্জামান খান

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দেশের প্রথম সারির ক্রেডিট রেটিং কোম্পানি ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের (এনসিআর) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে যোগ দিয়েছেন মো. আসাদুজ্জামান খান। এই পদে এতোদিন দায়িত্ব পালন করেন সাবেক সচিব মো. মমিন উল্লাহ পাটোয়ারী। যিনি এখন থেকে কোম্পানীর এ্যাডভাইজর হিসাবে দায়িত্ব পালন করবেন।
এনসিআর এর এমডি হিসেবে যোগদানের আগে আসাদুজ্জামান খান ২০০৮ সাল থেকে দেশের প্রথম সারির আর্থিক প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। এর আগে দীর্ঘ ৩২ বছর তিনি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে অবসর গ্রহন করেন। বাংলাদেশ ব্যাংকে চাকরিকালীন সময়ে তিনি সাবেক ওরিয়েন্টাল ব্যাংক (পরিবর্তিত নাম আইসিবি ইসলামি ব্যাংক) এর প্রশাসক এবং সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন অব বাংলাদেশ (টাকশাল)- এর এমডি হিসাবেও দায়িত্ব পালন করেন। আসাদুজ্জামান খান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড,আইআইডিএফসি সিকিউরিটিজ লিমিটেড ও আইআইডিএফসি ক্যাপিটাল লিমিটেডের পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমডি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ