বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো: নগরীতে চীনা ও ব্রিটিশ নাগরিকের ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুর্ধর্ষ ঝাপটাবাজ সেলিমসহ তিনজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত অপর সদস্যরা হলেন হেদায়েত উল্যা ও মনসুর আলী। গতকাল (শনিবার) ভোর ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে নগরীর টাইগারপাস এলাকা থেকে ছিনতাই ঘটনায় জড়িত সংঘবদ্ধ সশস্ত্র ছিনতাইকারী দলের সদস্যদের গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা অপর দুইটি সিএনজিযোগে আরও আটজন অজ্ঞাতনামা ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত ছিনতাইকারীদের কাছ থেকে একটি সিএনজি, একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ এবং দুইটি চাপাতি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ছয় মাস আগে চীনের এক নাগরিকের ব্যাগ ছিনতাই করে গ্রেফতার হয়েছিল সেলিম। এক মাস পর জামিনে বেরিয়ে সেলিম আবারও ছিনতাইয়ের নেমে পড়ে। এবার ব্রিটিশ এক নাগরিকের ব্যাগ ছিনতাইয়ের অপরাধে সেলিমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। নগর গোয়েন্দা পুলিশ জানায়, সেলিম একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। ব্যাগ টানা পার্টি নামে তারা পরিচিত। ৭-৮টি সিএনজি অটোরিকশায় করে তারা ভোরে বের হয়। চলতি পথে রিকশা যাত্রীর কাছ থেকে ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। অথবা নির্জন স্থানে পথচারীদের জিম্মি করে মানিব্যাগ-মোবাইল ছিনতাই করে নেয়। গত ২১ ফেব্রæয়ারী সকাল পৌনে ৮টায় খুলশী থানাধীন জাকির হোসেন রোডে আন্তর্জাতিক মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জুলিয়া ডেভিস (৩৪) তার পিতা স্টিফেন স্মিথসহ রিক্সাযোগে খুলশী আবাসিক এলাকার বাসায় যাওয়ার পথে এমইএস বিশ্ববিদ্যালয় ও কলেজের সামনের রাস্তায় পৌঁছার পর একটি অজ্ঞাতনামা সিএনজিতে থাকা ছিনতাইকারীরা জুলিয়া ডেভিসের হাত ব্যাগে থাকা একটি ক্যানন ক্যামেরা ও একটি সানগøাস ছিনিয়ে নেয়। এ ব্যাপারে তার পিতা স্টিফেন স্মিথ বাদী হয়ে খুলশী থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দায়ের করেন। থানায় দায়ের হওয়া মামলার তদন্তভার পেয়ে অভিযানে নামে নগর গোয়েন্দা পুলিশ। ভোরে যেসব অটোরিকশা নগরীর ছিনতাইপ্রবণ স্পটগুলোতে ঘোরাঘুরি করে সেগুলোর ব্যাপারে খোঁজ নিয়ে সেলিমসহ তিনজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।