Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সরকারের পলিসি অত্যন্ত নিম্ন ও ন্যক্কারজনক -মওদুদ আহমদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ৬:০১ পিএম

সরকারের পলিসি অত্যন্ত নিম্ন ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘জীবন সায়াহ্নে এসে মনে হচ্ছে এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয়। আজকের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়ে ১৯৭২ সালে নতুন সংবিধান প্রতিষ্ঠা করেছিলো। এটি উচ্চমানের সংবিধান ছিলো। কিন্তু তারাই আবার সেই সংবিধানকে ক্ষতবিক্ষত করে দেশে একনায়কতন্ত্র বাকশাল প্রতিষ্ঠা করলো। তারা কিন্তু কোনও টকশো বা আলোচনায় এ কথা বলে না।’

শনিবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক প্রতিবাদী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মওদুদ এসব কথা বলেন। সভাটির আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম।

তিনি অভিযোগ করে বলেন, ‘দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে ১৯৭৫ সালের বাকশাল সরকারের চেয়ে এই সরকার বেশি ভয়ঙ্কর। তাদের পলিসি অত্যন্ত নিম্নমানের ও ন্যক্কারজনক।’

মওদুদ আরও বলেন, ‘আজ বাংলাদেশকে একটা পুলিশি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আমাদের শান্তিপূর্ণ একটা অনুষ্ঠান ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, শান্তিপূর্ণ অনুষ্ঠানে সরকার বাধা দিবে না, কিন্তু বাধা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এক কথা বললেন আর আইজি সাহেব যারা পুলিশ চালান তারা বললেন আরেক কথা। মনে হয় সরকারের মধ্যে বিরাট একটি সমন্বয়হীনতা আছে।’

কর্মসূচি করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মওদুদ বলেন, ‘আমরা কোনও ধরনের সংঘর্ষে যেতে চাই না। আমাদের নেত্রী বলে গেছেন কোনও হঠকারিতা চলবে না। সেজন্য আমাদের সমাবেশ করতে না দেওয়ায় কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ছিল। আমরা গাড়ি বা রাস্তা ব্লক করছি না, কোনোরকম অনিয়ম করছি না। রাস্তায় দাঁড়িয়ে কালো পতাকা প্রদর্শন করছি। এরকম একটি শান্তিপূর্ণ কর্মসূচি করছি। অথচ তাতেও বাধা।’ এ রকমের আচরণ যে সরকার করে, তাদের কাছ থেকে আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি না বলেও মন্তব্য করেন তিনি।

সভায় এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ, আয়োজক সংগঠনের সভাপতি মুহম্মদ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মওদুদ আহমদ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ