বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : সৈয়দপুরে ৬৭১ পিস ইয়াবাসহ ইয়াবা সিন্ডিকেটের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শহরের উপকন্ঠে বিমানবন্দর পশ্চিমপাড়া সংলগ্ন রাস্তা এবং চৌহমুনীবাজার এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নম্বরবিহীন এ্যাপাচি ১৫০সিসি’র লাল রংয়ের একটি মোটরসাইকেল, ল্যাপটপ,মোবাইল ফোন সেট ও ইয়াবা প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম ও তিনটি হিসাবের খাতা জব্দ করা হয়। আটককৃতরা হচ্ছে, ঢাকার বাড্ডা থানার মেরুল বাড্ডা এলাকার মৃত. ইসমাইলের ছেলে জাহিদুল (২৬), চাঁদপুর জেলার মতলব থানার আম্মাকান্দা এলাকার মোস্তফার ছেলে আবুল কালাম ওরফে কালাম (২৯), দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার বালুরচর কুঠিপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে তহিদুল ইসলাম (২৯) এবং সৈয়দপুরে বাঙ্গালীপুর ইউনিনের চৌমুহনীবাজার এলাকার মৃত. আজাহার আলী ছেলে রাজা বাবু ওরফে মিঠুন। গতকাল (শুক্রবার) গ্রেপ্তারকৃত ইয়াবা সিন্ডিকেটের ৪ সদস্যকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা থেকে ইয়াবার একটি বড় চালান সৈয়দপুরে এসেছে এবং ওই ইয়াবার চালান সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর উপজেলার চৌমুহনীবাজার সংলগ্ন বিমানবন্দরের পাশে রাস্তা দিয়ে দিনাজপুরে নিয়ে যাওয়া হবে। সোর্সের দেয়া এমন তথ্যের ভিত্তিতে সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) সোবহান ও জিয়াউর রহমান জিয়াসহ অন্যান্য পুলিশ সদস্যরা উল্লিখিত এলাকায় গিয়ে অবস্থান নেয়। এ সময় পুলিশ সোর্সের দেয়া তথ্য মিলিয়ে সামনে দিকে অগ্রসর হওয়া মাত্রই সেখানে দাঁড়িয়ে থাকা ইয়াবা সিন্ডিকেট সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ৪৭১পিস ইয়াবা ও মোবাইল ফোন সেটসহ তাদের আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চৌমুহনী বাজার এলাকার নুর বক্ত সরকার ওরফে বক্কর মেম্বারে বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে ২০০ পিস ইয়াবা, একটি ল্যাপটপ, মোাইল ফোন সেটসহ ইয়াবা ব্যবসায়ীদের তালিকার একটি খাতাসহ সরঞ্জাম এবং একই এলাকা মৃত. আজাহার আলীর ছেলে রাজাবাবু ও ওরফে মিঠুনকে আটক করা হয়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান পাশা জানান, এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা হয়েছে। ইয়াবা সিন্ডিকেটের অপর সদস্যদের ধরতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।