Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিনিকলের ঋণের টাকায় আখচাষ করে পাওয়ার ক্রাশারে মাড়াই

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নানা সুবিধা দেয়া সত্বেও চিনিকল এলাকায় চাষিরা অবৈধভাবে পাওয়ার ক্রাশারে আখ মাড়াই করায় ক্ষতির মুখে পড়েছে চিনিকলগুলো। চিনিকল এলাকায় পাওয়ার ক্রাশারে আখ মাড়াই আইনীভাবে নিষিদ্ধ হলেও চাষিরা তা মানছেন না। এ ছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীও কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এতে করে চিনিকলগুলো ক্ষতির মুখে পড়ছে এবং লক্ষ্যমাত্রা অনুযায়ি আখ মাড়াই ও চিনি উৎপাদন করতে ব্যর্থ হচ্ছে। চাষিরা চিনিকল থেকে ঋণ নিয়ে আখ চাষ করেন। তারা সার বীজ কীটনাশক সহ নানা ধরণের সুবিধা নিয়ে আখ চাষ করে থাকেন। আর উৎপাদিত আখ চিনিকলে সরবরাহ না করে পাওয়ার ক্রাশারে মাড়াই করে গুড় উৎপাদন করেন। এতে চিনিকলগুলো একদিকে প্রয়োজনীয় ও লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে, অপরদিকে চাষিদের কাছে মোটা ঋণের টাকা বকেয়া পড়ছে। সরকার চাষিদের দাবি অনুযায়ী গত চার বছরে তিন বার আখের মূল্য বৃদ্ধি করেছে। এছাড়া পূর্জির সমস্যা সমাধান করতে চাহিদা অনুযায়ী ই-পূর্জি প্রথা চালু করেছে। শুধু তাই নয়, আখের টাকা চাষিরা এখন ঘরে বসেই পাচ্ছেন মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে। তারপরও একশ্রেনীর দালালের খপ্পরে (গুড় ব্যবসায়ী) পড়ে তারা চিনিকলে আখ না নিয়ে পাওয়ার ক্রাশারে মাড়াই করে যাচ্ছে। অপরদিকে চিনিকল কর্তৃপক্ষ চাষিদের কাছে বার বার ধর্ণা দেয়া সত্বেও কোন কাজে আসছে না। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন নিজের চাষিদের দুয়ারে দুয়ারে ঘুরে চিনিকলে আখ সরবরাহ করার অনুরোধ জানিয়ে যাচ্ছেন। তিনি বলেন, চাষিরা যদি পাওয়ার ক্রাশারে আখ মাড়াই না করে চিনিকলে আখ সরবরাহ করেন তা হলে চিনি উৎপাদন বাড়বে আর উৎপাদন খরচও কমে আসবে। - বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ