Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাম বৃদ্ধির দাবিতে পাবনা সুগার মিলে আখচাষি সমাবেশ

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা ও ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা : আখের দাম বৃদ্ধির দাবিতে পাবনায় আখ চাষিরা সমাবেশ করেছে। আখ চাষিরা তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরে সমাবেশে বলেন, আখের দাম বৃদ্ধি করে ১৫০ টাকা মণ না করলে আখ চাষ বৃদ্ধি করা সম্ভব নয়। আখ উৎপাদনে কৃষি উপকরণ, কীটনাশক, সার, শ্রমিক ও জমির খাজনা বৃদ্ধি পেয়েছে। সেই অনুপাতে আখের দাম বাড়েনি। নামমাত্র হারে আখের দাম মণপ্রতি মাত্র ১০ টাকা বাড়ানো হয়েছে। তারা বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বেড়ে দ্বিগুণ হয়েছে। তারা বেতন-বোনাস পান। আখ চাষের উপর ভর্তুকি বাড়াতে হবে এবং সুদমুক্ত ঋণ প্রদান করতে হবে। একই সাথে আখের ফলন বৃদ্ধিতে গবেষণামূলক কাজ করতে হবে। আখ চাষিদের দুই ঈদে বোনাসস্বরূপ ১০ কেজি চিনি বিনা মূল্যে প্রদান করার দাবি জানানো হয়। মিলে চাকরিতে আখ চাষিদের কোটা রাখতে হবে কৃষকদের ছেলে-মেয়েদের মিলে চাকরি প্রদান করতে হবে। পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে অবস্থিত পাবনা সুগার মিলের আওতাধীন কৃষকদের নিয়ে মিল এলাকায় গত শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত আখ চাষিদের সমাবেশ চলে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন এফ সি এম এ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান পরিচালক (সিডিআর) বিএসএফআইসি, প্রকৌশলী মাহাবুবর রহমান, সচিব বিএসএফআইসি ও পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম তোফাজ্জল হোসেন চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন কৃষি জিএম সাইদুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ চিনিকল আখচাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষক শাজাহান আলী বাদশা। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জিএম সম্প্রসারণ মোন্তাজুর রহমান, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বকুল সরদার, কৃষক আব্দুস সাত্তার, আনসার আলী ডিলু, নজরুল ইসলাম, আবু সাঈদ, সেলিম বিশ্বাস প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দাম বৃদ্ধির দাবিতে পাবনা সুগার মিলে আখচাষি সমাবেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ