Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীলু-বিপ্লব প্যানেল নির্বাচিত

কুড়িগ্রাম প্রেসক্লাব নির্বাচন

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে নীলু-বিপ্লব প্যানেল ছানালাল-মঞ্জু প্যানেলকে পরাজিত করে নির্বাচিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুড়িগ্রাম প্রেসক্লাবে সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত ভোট চলাকালিন সময়ে ক্লাবের ৩৭জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট আহসান হাবীব নীলু (বিটিভি, দৈনিক যুগান্তর ও বিডিনিউজ টোয়েন্টিফোর) এবং সাধারণ সম্পাদক পদে আতাউর রহমান বিপ্লব (একুশে টেলিভিশন ও রেডিও টুডে) নির্বাচিত হন। এছাড়াও সহ-সভাপতি পদে হারুন-উর-রশীদ (দিনকাল), রেজাউল করিম রেজা (নয়া দিগন্ত), যুগ্ম সম্পাদক পদে নাজমুল হোসেন (যমুনা টিভি), কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম (স্থানীয় দৈনিক জাগোবাহে সম্পাদক), দপ্তর সম্পাদক পদে এম রহমান রঞ্জু (দৈনিক ভোরের ডাক), ক্রীড়া সম্পাদক পদে হুমায়ুন কবির সূর্য্য (দৈনিক সংবাদ ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাহফুজার রহমান খন্দকার (ডেইলি ইনডিপেন্ডন্ট ও স্থানীয় দৈনিক সকালের কাগজ পত্রিকার সম্পাদক), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গোলাম মাসুদ (চ্যানেল২৪ টেলিভিশন), কার্যকরী সদস্য পদে মো: শাহাবুদ্দিন আহমেদ (বাংলাদেশ বেতার), শফিকুল ইসলাম বেবু (বাংলাভিশন ও দৈনিক ইনকিলাব), সফি খান (দৈনিক প্রথম আলো) এবং এবি সিদ্দিক (দৈনিক ভোরের কাগজ) নির্বাচিত হন। কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০১৮-২০১৯ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাসিবুর রহমান হাসিব (এনটিভি), সদস্য হিসেবে মিজানুর রহমান মিন্টু (মানবজমিন) ও শাহ আলম (বজ্রশক্তি)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচিত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ