নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : আবাহনী একাদশের ৯ জনই জাতীয় দলের ক্রিকেটার। এই দলেরই নেতৃত্বে আবার মাশরাফি বিন মর্তুজা। এর ফলও হাতেনাতে পাচ্ছে দলটি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে তারা।
পঞ্চম রাউন্ডের ম্যাচে গতকালও ম্যাচ ছিল তিনটি। তিন ম্যাচেই প্রথমে ব্যাট করা দল সংগ্রহ করে ২৭০ থেকে ২৭৩-এর মধ্যে। সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের দেয়া ২৭৪ রানের লক্ষ্য ২ উইকেট ও ৫ বল হাতে রেখে গাজী গ্রæপ ক্রিকেটার্স পূরণ করলেও আবাহনীর দেয়া ২৭১ রানের লক্ষ্যে ২২৩ রানে গুটিয়ে ৪৭ রানে ম্যাচ হারে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথমে ব্যাট করে ২৭২ রান করা লিজেন্ডস অব রূপগঞ্জও প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাবকে হারায় ৫৫ রানে। এই জেয় পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে রূপগঞ্জ। পাঁচ ম্যাচে তাদের জয় তিনটি। সমান ম্যাচে সমান জয় শেখ জামাল ও প্রাইম দোলেশ্বরেরও।
আবাহনীর হয়ে এনামুল হক বিজয় ১২২ বলে করেন ১১৬ রান। জবাবে মাশরাফির বোলিং তোপে শেখ জামাল গুটিয়ে যায় ২২৩ রানে। একাই শেখ জামালের পাঁচটি উইকেট তুলে নিয়েছেন মাশরাফি। দুজনই হন ম্যাচ সেরা। এনামুলের পর ব্যাট হাতে অবদান রাখেন মোসাদ্দেক হোসেন সৈকত (৪৯) ও মেহেদি হাসান মিরাজও (১৮ বলে ৩৪)। ধানমন্ডির হয়ে একাই লড়াই করেন মিডল অর্ডারে নামা নুরুল হাসান সোহান। ৬১ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি এই উইকেটকিপার ব্যাটসম্যান।
১০৯ বলে অপরাজিত ১১২ রানের ইনিংস খেলে দলকে জেতাতে পারেননি আরেক উইকেটকিপার ব্যাটসম্যান দেবব্রত দাশও। সঙ্গে ইয়াসির আলীর (৩৬ বলে ৫৪) ঝড়ো ফিফটিতে ভালো সংগ্রহই পায় ব্রাদার্স। কিন্তু গাজীর টপ অর্ডারদের কাছে হার মানতে হয় ব্রাদার্সের বোলারদের। ২৩৬ রানে অষ্টম উএকট হারালেও অপরাজিত ৭১ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন আরেক ভারতীয় গুরকিরাত সিং। ফিফটি করেন ইমরুল ও মুমিনুলও।
রূপগঞ্জের হয়ে রানের মধ্যেই আছেন আব্দুল মজিদ। সঙ্গে নাঈম ইসলাম ও মুশফিকুর রহিমের ফিফটিতে ভালো সংগ্রহ পায় তারা। যা দোলেশ্বরের জন্য আরো কঠিন করে তোলেন দুই অর্থডক্স বোলার মোশাররফ হোসেন ও আসিফ হাসান। দুজনে মিলে নেন ৭ উইকেট। টপ অর্ডারদের ব্যর্থতাই মূলত ভুগিয়েছে দোলেশ্বরকে।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী-শেখ জামাল, বিকেএসপি ৪
আবাহনী : ৫০ ওভারে ২৭০/৭ (এনামুল ১১৬, মোসাদ্দেক ৪৯, মিরাজ ৩৪*, সানজামুল ২৪*; জায়েদ ১/৬৪, সোহাগ ১/১০, সানি ১/৪৭, রবিউল ৩/৪৭, সাক্সেনা ১/৪০)।
শেখ জামাল : ৪৫.৩ ওভারে ২২৩ (সৈকত ৩১, সাক্সেনা ৪৩, নুরুল ৮৩; মাশরাফি ৫/২৯, সানজামুল ১/৪৩, মিরাজ ২/৪৪, সাকলাইন ১/৩৫)।
ফল : আবাহনী ৪৭ রানে জয়ী
ম্যাচ সেরা : মাশরাফি বিন মুর্তজা ও এনামুল হক বিজয় (আবাহনী)।
রূপগঞ্জ-প্রাইম দোলেশ্বর, মিরপুর
রূপগঞ্জ : ৫০ ওভারে ২৭২/৭ (মাজিদ ৫৯, নাঈম ৭৮, মুশফিক ৬৫; আরাফাত সানি ৩/৪০, ফরহাদ রেজা ২/৭৫)।
প্রাইম দোলেশ্বর : ৪৭.৫ ওভারে ২১৭ (ইমতিয়াজ ৩৫, শরিফুদ্দিন ৪১, আরাফাত সানি ২৮; মোশাররফ ৪/৪০, আসিফ ৩/৪৬)।
ফল : রূপগঞ্জ ৫৫ রানে জয়ী।
ম্যাচ সেরা : নাঈম ইসলাম (রূপগঞ্জ)।
ব্রাদার্স-গাজী গ্রæপ, বিকেএসপি ৩
ব্রাদার্স : ৫০ ওভারে ২৭৩/৫ (জুনায়েদ ৪৩, দাশ ১১২*, ইংসির ৫৪, কাপালি ৪১; রুবেল আহমেদ ২/৫৬, নাঈম ২/২৯)।
গাজী গ্রæপ : ৪৯.১ ওভারে ২৭৬/৮ (ইমরুল ৬৫, মুমিনুল ৫৭, সিং ৭১; খালেদ ২/৫৭, রানা ২/৪৯, নাহিদুজ্জামান ২/৪৩)।
ফল : গাজী গ্রæপ ২ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : গুরকিরাত সিং (গাজী গ্রæপ)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।