Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৈতিক চরিত্র গঠনে দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম -সুফি মিজান

নানুপুর গাউছিয়া মাদরাসার ৮২তম বার্ষিক সভা

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ৮২তম বার্ষিক সভা, পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.), ফাতেহায়ে ইয়াজদাহুম, ইছালে সওয়াব মাহফিল ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পবিত্র খতমে কুরআন, খতমে বোখারি, খতমে গাউছিয়া, খত্মে খাজেগান শরিফ ও নূরানি তাকরিরসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবারাত্রী বুধবার মাদরাসার ময়দানে অনুষ্ঠিত হয়। আলহাজ হোছাইন আহমদ ফারুকী, আলহাজ অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ ও মাওলানা মুহাম্মদ তছলিম উদ্দীন আল কাদেরীর যৌথ পরিচালনায় মাহফিলে সভাপতিত্ব করেন শেরে মিল্লাত আলহাজ আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, বিশেষ মেহমান হজরতুলহাজ আল্লামা অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ নুরুল মোনাওয়ার (মা.জি.আ.) প্রধান অতিথি পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান । এতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা অধ্যক্ষ ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি আল্লামা মুহাম্মদ মুসলেহ উদ্দীন আহমদ মাদানী। উপস্থিত ছিলেন রাজনীতিবিদ আলহাজ এম ফখরুল আনোয়ার, আলহাজ এম আফতাব উদ্দীন চৌধুরী, সৈয়দ ওসমান গণি বাবু, আলহাজ নাজিম উদ্দীন মুহুরী, আলহাজ কুতুব উদ্দিন মুহুরী, পীরে ত্বরিকত শাহজাদা সৈয়দ আবু জাফর মুনিরী, এম সোলায়মান বিকম, সৈয়দ মুহাম্মদ বাকের, মিসেস খাদিজাতুল আনোয়ার সনি, মাস্টার এম বদিউল আলম, আলহাজ এম আকতার উদ্দীন, ছৈয়দ মঞ্জুরুল কাদের, মাওলানা জিয়াউল হোসাইন ফারুকী, উপাধ্যক্ষ আলহাজ আব্দুস শুক্কুর আনচারী, আলহাজ নেজাম উদ্দীন আহমদ, আলহাজ কুতুব উদ্দীন আহমদ, এম আবু আহমদ সওদাগর, শাহাজাদা সৈয়দ এহসানুল করিম। উলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ আল্লামা আব্দুল মন্নান, আলহাজ মুফতি ইব্রাহীম আল কাদেরী, আলহাজ আল্লামা হাফেজ সোলায়মান আনচারী, হযরতুলহাজ অধ্যক্ষ আল্লামা ছৈয়দ অছিয়র রহমান আল কাদেরী, আলহাজ আল্লামা কাজী মঈন উদ্দীন আশরাফী। সুফি মিজান বলেন, নৈতিক চরিত্র গঠনে দ্বীনি শিক্ষার গুরত্ব অপরিসীম। এ ধরনের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার অনুসারী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকৃত ইলম হাসিলের মাধ্যমে নৈতিক চরিত্র ও বিদ্যা অর্জন করা সম্ভব। হেফজ সমাপ্ত আটজন হাফেজদের দস্তারবন্দী এবং বর্তমানে মাদরাসার হিতাকাক্সক্ষীদের উজ্জল ভবিষ্যত এবং দেশ জাতির উন্নতি কামনা করে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চরিত্র

১৩ অক্টোবর, ২০২২
১৫ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ