Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাসবিরোধী যুদ্ধে এক দশকে ত্রিশ হাজার কোটি রুপি ব্যয়

পারমাণবিক বাণিজ্য নিয়ে আইএইএ প্রটোকল গ্রহণ করেছে পাকিস্তান

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গত দশ বছরে সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের ২৯ হাজার ৭৩০ কোটি (২৯৭.৩ বিলিয়ন) রুপি ব্যয় করেছে। এর মধ্যে ১৫ হাজার ২৯০ কোটি (১৫২.৯ বিলিয়ন) রুপি দেশটির সশস্ত্র বাহিনীকে নিয়মিত প্রতিরক্ষা ব্যয়ের বাইরে নিরাপত্তা সংশ্লিষ্ট খাতে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এক প্রশ্নের লিখিত জবাবে গত বুধবার সংসদে এই তথ্য জানিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী। তিনি জানান, ২০০৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ১১ কোটি ১০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে। নতুন বছরের প্রথম দিন পাকিস্তানকে দেওয়া সামরিক সহযোগিতার অংশ হিসেবে সাড়ে ২২ কোটি (২২৫ মিলিয়ন) ডলার আটকে দেয়। পাকিস্তান সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা রাখছে না অভিযোগ করে এই সহায়তা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। পাকিস্তান শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। সংসদে দেওয়া তথ্য অনুযায়ী বিশেষ বরাদ্দ দেওয়া অর্থের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী পেয়েছে ১২ হাজার ৫৯০ কোটি ডলার, ফ্রন্টিয়ার রিজিওন বিষয়ক মন্ত্রণালয় ও ফাতাহ বিভাগ ৪ হাজার ৫২৫ কোটি এবং বাকি অর্থ বিভিন্ন রেঞ্জার্সদের মধ্যে বিতরণ করা হয়েছে। সশস্ত্র বাহিনীর বিশেষ বরাদ্দের বাইরে পাকিস্তান বিমানবাহিনীকে ১ হাজার দুইশো কোটি রুপি, নৌবাহিনীকে ১৫শো কোটি বরাদ্দ দেওয়া হয়েছে। অপর এক খবরে বলা হয়, পারমাণবিক প্রযুক্তি স্থানান্তরের ব্যাপারে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)’র “গাইডেন্স অন দ্য ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব রেডিওঅ্যাকটিভ সোর্সেজ” প্রটোকল গ্রহণ করেছে পাকিস্তান। ইসলামাবাদে পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে যে, রেডিওঅ্যাকটিভ উপাদানের নিরাপত্তা ও সুরক্ষার জন্য এই নীতিমালা জরুরি এবং বৈশ্বিক পারমাণবিক নিরাপত্তার জন্যও এটা গুরুত্বপূর্ণ। এতে বলা হয়, “নীতিমালায় বিভিন্ন দেশকে এটা নিশ্চিত করতে বলা হয়েছে যাতে রেডিওঅ্যাকটিভ উপাদান ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রার নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়।” ২০০৫ সাল থেকেই স্বেচ্ছায় এই নীতিমালা মেনে আসছে পাকিস্তান এবং এর সুপারিশ অনুযায়ী সমস্ত জায়গায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক স্থান থেকে অন্যত্র রেডিওঅ্যাকটিভ উপাদান স্থানান্তরের সময় নিরাপত্তা বাড়ানোর জন্য এতে নির্দেশনা রয়েছে, যা স্থানীয় জাতীয় নীতিমালা এবং আন্তর্জাতিক বিধিনিষেধের সাথে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন করা হবে। সাপ্লিমেন্টারি গাইডেন্স অন দ্যা ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব রেডিওঅ্যাকটিভ সোর্সেস গ্রহণ করার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয় যে, পাকিস্তান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, এর নিরাপত্তা এবং সুরক্ষার জন্য আন্তর্জাতিক মান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। চার দশকেরও বেশি সময় ধরে নিরাপদ ও সুরক্ষিত শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে আসছে পাকিস্তান। বহু বছর ধরে আইএইএ-তে পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে অবদানও রেখেছেন পাকিস্তানের পারমাণবিক বিশেষজ্ঞরা। এক্সপ্রেস ট্রিবিউন, সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ