পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : ২০১৮ সালের মাঝামাঝিতে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের ডাক দিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ২০০৯ সালের পর প্রথমবার গত মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দেওয়ার সময় তিনি এই আহবান জানান। বলেন, ইসরাইলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় আমরা আলোচনাকেই একমাত্র পথ বলে মনে করি। সুতরাং কিভাবে আমরা সেই পথ বাতিল করি। গত বছরের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আর কোনও শান্তি প্রক্রিয়ায় অংশ নেবে না তারা। জবাবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থায় তহবিল কমানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ওই সংস্থাটির তরফ থেকেই ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তা দেওয়া হয়। নিরাপত্তা পরিষদের দেওয়া ভাষণে আব্বাস বলেন, ১৯৪৮ সাল থেকে এই পরিষদ ফিলিস্তিনিদের সমর্থনে ৮৬ টি প্রস্তাব পাস করেছে। অথচ তার একটিও বাস্তবায়িত হয়নি। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।