Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সাহস থাকলে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন’

ময়মনসিংহে গণসমাবেশে শেখ হাসিনাকে নজরুল ইসলাম খান

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মো: শামসুল আলম খান : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। দেশের স্বার্থে, জণগণের স্বার্থে-গণতন্ত্রের স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি প্রয়োজন। তাই শান্তিপূর্ন ভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নজরুল ইসলাম খান বলেন, সাহস থাকলে নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৩টি আসনে নির্বাচন করবেন। কোন আসনে তিনি পরাজিত হলে রাজনীতি ছেড়ে দেব। দেশনেত্রীর নির্বাচনে কোন বাধাঁ নেই। আওয়ামী লীগের মন্ত্রী মায়া চৌধুরীর ১৩ বছর সাজা হয়েছে, মহিউদ্দীন খান আলমগীরের সাজা হয়েছে। কিন্তু তারা এখনো এমপি। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহ নগরীর চরপাড়াস্থ আল-বারাকা কনভেনশন সেন্টারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবীতে জেলা দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান আরো বলেন, যে মামলায় দেশনেত্রীকে সাজা দেয়া হয়েছে, সে মামলার কোন ভিত্তি নেই। আইন অনুযায়ী দেশনেত্রীকে অভিযোগ পড়ে শুনানো হয়নি। এ মামলার সঙ্গে খালেদা জিয়ার কোন সর্ম্পক নেই। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কিছু ছায়া-নথি কাটাঁ-ছেঁড়া করে প্রকাশ করা হয়েছে। মূলত আদালতের ঘাড়েঁ বন্দুক রেখে এ সরকার সব কিছু করছে। বিশেষ অতিথির বক্তেব্য বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দুই কোটি টাকার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৫ বছর সাজা হলে ১৪ হাজার ৮ শত কোটি টাকা দূর্নীতির দায়ে শেখ হাসিনার তিন লক্ষ ৫০ বছর জেল হবে। গণসমাবেশে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারন সম্পাদক কাজী রানা ও উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নূরজাহান ইয়াসমীন, সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন, বিএনপি নেতা অধ্যপক শেখ আমজাদ আলী, আলমগীর মাহমুদ আলম, ফখরুদ্দিন আহম্মেদ বাচ্চু, জাকির হোসেন বাবলু, লিটন আকন্দ, কায়কোবাদ মামুন, রতন আকন্দ, এড.এমএ হান্নান খান, অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, আবুল বাসার আকন্দ, জাকারিয়া হারুন, আহম্মেদ তায়েবুর রহমান হিরন, এড.আজিজুর রহমান খান, বিএনপি নেতা এড.আনোয়ারুল আজিজ টুটুল, লুৎফুল্লাহেল মাজেদ বাবু, শ্রমিক দল সভাপতি আবু সাঈদ, উত্তর যুবদল সভাপতি কামরুজ্জামান লিটন, সাধারন সম্পাদক শামছুল হক শামছু, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সুজাউদ্দৌল্লাহ সুজা, দক্ষিন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক টুটু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমীন খসরু, কেন্দ্রীয় ছাত্রদল নেতা জসীম উদ্দিন জনি, উত্তর তাতীঁদল নেতা শাজাহান কবীর হীরা’সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের র্শীষ নেতৃবৃন্দ।



 

Show all comments
  • Farhan Ahmed ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ৪:০৮ এএম says : 0
    Shai sahos toku Awami Leg people has no at all.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ