Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সাভার থেকে স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারে পূর্ব শত্রæতার জের ধরে এক পাদুকা শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছে তার আরেক সহকর্মী। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে। নিহত শরিফ হোসেন (১৯) ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার রামপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে। আহত রুহুল আমিনকে (১৮) সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বক্তারপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করত। গত সোমবার রাতে সাভারের বাড্ডা স্কুলমাঠের কাছে এ ঘটনা ঘটে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শরিফ হোসেন ও আহত রুহুল আমিন বক্তারপুর এলাকায় একটি পাদুকা তৈরির কারখানায় চাকরি করত। কারখানায় কাজ শেষ করে তারা সন্ধ্যায় বাসায় ফেরার পথে বাড্ডা স্কুলমাঠের কাছে এলে কয়েকজন দুর্বৃত্ত তাদের কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন। আহত রুহুল আমিনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিনুল কাদির জানায়, ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে এলাকাবাসীর সহায়ওতায় আটক করেছে।
এ ব্যাপারে সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুপিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ