Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অপরাজেয় বাংলা কালো কাপড়ে ঢেকে দিয়েছে ছাত্রদল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১:১১ পিএম | আপডেট : ৩:৪২ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা কালো কাপড়ে ঢেকে দিয়েছে ছাত্রদল। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে ভাস্কর্যটি ঢেকে দেয়। ঘটনার সত্যতা স্বীকার করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আলমগীর হাসান সোহান বলেন, মিথ্যা মামলায় দেশনেত্রী খালেদা জিয়াকে সাজা দিয়ে কারারুদ্ধ করেছে অবৈধ সরকার। দেশের জনগণ এই রায় ঘৃণাসহ প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে মিথ্যা মামলার সাজা প্রত্যাহার করে দেশনেত্রীকে মুক্তি দেয়ার জোর দাবি জানাচ্ছি। নাহলে সারাদেশের ছাত্রসমাজকে নিয়ে ছাত্রদল রাজপথে দুর্বার আন্দোলনের গড়ে তুলবে।
দেশনেত্রীকে মুক্ত করে আনবে। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার জনপ্রিয়তায় ভয় পেয়ে অবৈধ সরকার তাকে কারারুদ্ধ করেছে। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যদের সাজা প্রত্যাহারেরও দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রদল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ