Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেরেও ফাইনালে নিউজিল্যান্ড

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ট্রান্স-তাসমান ত্রিদেশীয় টি-২০ সিরিজে অবশেষে জয়ের দেখা পেল ইংল্যান্ড। তবে হেরেও বড় পুরস্কারটা কিন্তু জিতে নিয়েছে নিউজিল্যান্ডই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে যে দেখা যাবে কিউইদের। গতকাল হ্যামিল্টনের ইডেন পার্কে শ্বাসরুদ্ধকর ম্যাচটি ২ রানে জিতেছে ইংলিশরা। সিরিজে যা তাদের প্রথম জয়। নিউজিল্যান্ডের জয়ও একটি। কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় ফাইনালের টিকিট উঠেছে নিউজিল্যান্ডের হাতে। ১৯৫ রানের লক্ষ্যে ১৭৫ পার করার সঙ্গে সঙ্গে ফাইনাল নিশ্চিত হয়ে যায় কিউইদের। শেষ দিকে মার্ক চাপম্যান চাপ সামলাতে পারলে জয়টাও পকেটস্থ হতে পারত।
বড় লক্ষ্যে স্বাগতিকদের শুরুটা ছিল দুর্দান্ত। পাওয়ার প্লে ওভারেই বিনা উইকেটে ৭৭ রান তুলে ফেলে তারা। ৫৭ বলে ৬২ রান করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ন মার্টিন গাপটিল। আরেক ওপেনার কলিন মুনরোও খেলেন ২১ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস। গাপটিল আউট হওয়ার সময় জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ বলে ৩১ রানের। কিন্তু হাতে ৭ উইকেট থাকা সত্তে¡ও হিসাবটা মেলাতে পারেননি বাকিরা। কলিন ডি গ্র্যান্ডহোম ৫ বলে ৭ ও চাপমম্যান ৩০ বলে ৩৭ রান করে এসময় ক্রিজে ছিলেন। এর আগে টস হেরে ব্যাটে নামা ইংলিশরা ৭ উইকেটে ১৯৪ রানের ইনিংস গড়ে। ৪৬ বলে ৪টি চার ও ৬ ছক্কায় অপরাজিত ৮০ রান করেন ইয়ন মর্গ্যান। ৩৬ বলে ৫ ছক্কা ও ২ চারে ৫৩ রান আসে ডেভিড মালানের ব্যাট থেকে। ট্রেন্ট বোল্ড ৩ উইকেট নিলেও ৪ ওভারে গুনতে হয় ৫০ রান। তবে সমান ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে ২২ রানে ২ উইকেট নেন টিম সাউদি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউজিল্যান্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ