বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরার কলারোয়ায় পাওনা ১০০ টাকা না দেওয়ায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে তারই চাচাতো ভাই।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের উত্তর দিগং গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রুবেল (২০)। তিনি হেলাতলা ইউনিয়নের হাসানুর রহমানের ছেলে।
নিহতের ছোট ভাই ইমামুল জানায়, রুবেল ভাইয়ের নিকট ১০০ টাকা পেতো চাচা আফসার আলীর ছেলে আবু সাইদ (২২)। শুক্রবার ওই টাকা ফেরত দেওয়ার কথা ছিলো। কিন্তু ভাই (রুবেল) সেদিন তাকে টাকা দিতে পারেনি।
কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, ভাই ভ্যান চালিয়ে সংসার চালাতো। শুক্রবার অসুস্থ থাকায় ভ্যান চালাতে পারেনি, সারাদিন বাড়িতে ছিলো। রাত ৮টার দিকে চাচাতো ভাই আবু সাইদ বাড়িতে আসে। এ সময় রুবেল ভাই তাকে দুই দিন পর টাকা ফেরত দেওয়ার কথা জানালে আবু সাইদ ক্ষিপ্ত হয়ে মারপিট শুরু করে।
ইমামুল বলেন, ঘটনার সময় তাদের বৃদ্ধ দাদা মালেক সরদারসহ বাড়ির সদস্যরা রুবেলকে উদ্ধার করতে গেলে আবু সাইদ তাদেরকেও মারপিট করে। এক পর্যায়ে তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে রুবেল ভাইয়ের গলায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পরে আবু সাইদ ভাইয়ের (রুবেল) গলা কেটে দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় রুবেল ভাইকে উদ্ধার সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।