বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : ফটিকছড়ির ভূজপুর থানার ইসলামপুর (রাবার বাগান) ইউনুছিয়া মিসবাহুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক প্রবীণ আলেমেদ্বীন শিক্ষাবিদ আল্লামা শাহ ছিদ্দিক আহমদ (৯১) গতকাল (শুক্রবার) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসহাপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৭ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়-স্বজনসহ দেশে-বিদেশে অগণিত শিক্ষার্থী, মুরিদান ও গুণগ্রাহী রেখে গেছেন। তার ইন্তিকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল বিকেল ৩টায় মাদরাসা ময়দানে নামাজে জানাজা শেষে তাকে মাদরাসা সংলগ্ন মসজিদের পাশে কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের পুত্র মাদরাসার পরিচালক ক্বারী মাওলানা আবু সাঈদ। জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে। বিশিষ্ট আলেমেদ্বীন ছিদ্দিক আহমদের ইন্তিকালে স্থানীয় বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গভীর শোক প্রকাশ ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।