Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার হস্তক্ষেপ তদন্তে ব্যাননকে জিজ্ঞাসাবাদ

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে বিশেষ তদন্তে হোয়াইট হাউজের সাবেক চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যাননকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। চলতি সপ্তাহে অন্তত দুইদিন ব্যানন তদন্ত দলের প্রধান রবার্ট মুলারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে খবর বিবিসির। ২০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ জিজ্ঞাসাবাদে কী ধরনের প্রশ্ন করা হয়েছে তা জানা যায়নি। পুরো প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তি অন্য একটি সংবাদমাধ্যমকে জানান, তদন্ত দল মুলারকে যেসব প্রশ্ন করেছে, তার সবগুলোরই জবাব দিয়েছেন তিনি। ব্রেইটবার্ট নিউজের সাবেক নির্বাহী চেয়ারম্যান ব্যানন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরেরও প্রধান ছিলেন। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তাকে চিফ স্ট্র্যাটেজিস্ট বানান, গত বছরের অগাস্টে হোয়াইট হাউজের অন্য উপদেষ্টাদের সঙ্গে মতবিরোধের কারণে ব্যানন ওই পদ ছেড়ে দিতে বাধ্য হন। প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর সম্ভাব্য হস্তক্ষেপ এবং রিপাবলিকান শিবিরের সঙ্গে আঁতাতের অভিযোগ বিষয়ে ট্রাম্পের সাবেক এ শীর্ষ উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ গুরুত্বপূর্ণ ফল বয়ে আনতে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের। এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পেছনে রাশিয়া বিষয়ক অনুসন্ধানের সম্পর্ক আছে, তদন্ত কর্মকর্তাদের এমন ধারণা সঠিক কিনা ব্যাননের কাছ থেকে এ বিষয়ক বিস্তারিত তথ্যও মিলতে পারে। কোমি পরে বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় রিপাবলিকান শিবিরের সঙ্গে রুশ সংযোগ নিয়ে তদন্তের গতিপথ বদলাতেই ট্রাম্প যে তাকে বরখাস্ত করেছিলেন, সে বিষয়ে ‘কোনো সন্দেহ নেই’। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ে কংগ্রেস সদস্যদের চালানো আরও চারটি তদন্তের পাশাপাশি মুলারের এ তদন্ত চলছে। বৃহস্পতিবার কংগ্রেস কমিটির এক শুনানিতেও ব্যাননকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ